কলকাতা, 21 ফেব্রুয়ারি : বিরাট কোহলির পর ঋদ্ধিমান সাহা ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচের প্রতি বিষোদ্গার ছুঁড়ে দিয়ে বিস্ফোরক আরও এক ক্রিকেটার ৷ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করার দিনেই সেই বাণেই বিদ্ধ হতে হল দলের 'হেডস্যর'কে ৷ যদিও ক্রিজে জমে যাওয়া ব্যাটারের মতোই সোজা ব্যাটে খেললেন দ্রাবিড় ৷
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি । সেখানেই ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য ওয়াল’ ৷ সিরিজ জয়ের আনন্দে হঠাৎ করেই ঋদ্ধিমানের প্রসঙ্গে থতমত খেলেও পরক্ষণেই দ্রাবিড়োচিত ভঙ্গিমায় সামলে নেন (Dravid spoke about Wriddhiman Saha at Press Conference) ৷ কোচ বলেন, ‘‘আমি শুনিনি ঋদ্ধিমান কী বলেছে । ওর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে । ভারতীয় ক্রিকেটে ওর যথেষ্ট অবদান রয়েছে । কোচ হিসেবে ক্রিকেটারদের অনেক কিছু বলতে হয় যা সবসময় ভাল না লাগারই কথা । আমি কঠিন বাস্তবটাই ওদের সামনে তুলে ধরার চেষ্টা করি । ক্রিকেটাররা সেটা সবসময় ভালভাবে নেবে, এমনটা আশা করি না ।’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ না পেয়ে মুখ খোলেন ঋদ্ধিমান সাহা । বাংলার স্টাম্পার-ব্যাটারের প্রাথমিক প্রতিক্রিয়াতে শোরগোল ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেটে ৷ তাঁর সমালোচনার মুখে পড়েন কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক প্রধান চেতন শর্মা থেকে শুরু করে বোর্ড সভাপতি সৌরভও । যদিও পাল্টা দ্রাবিড়ও জানিয়ে দিলেন, ‘‘ভারতীয় দলে এই মুহূর্তে ঋষভ পন্থ একনম্বর উইকেটকিপার (Dravid says Rishabh Pant is the main wicket keeper in team) । তাঁকে সুযোগ দিতেই হবে ।’’