পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rahul Dravid : টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হতে পারেন দ্রাবিড় - টিম ইন্ডিয়া

টি-20 বিশ্বকাপের পর রবি শাস্ত্রী ও তাঁর তিন সহকারী দায়িত্ব ছাড়চ্ছেন ৷ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ট্রেনার নিক ওয়েবের সঙ্গে চুক্তি বাড়াতে চায় না বিসিসিআই ৷ 17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷ 24 অক্টোবর ভারত-পাক মহারণ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কবে কোহলি অ্যান্ড কোং ৷

Rahul Dravid
টিম ইন্ডিয়ার অন্তর্বতী কোচ হতে পারেন দ্রাবিড়

By

Published : Oct 14, 2021, 3:41 PM IST

মুম্বই, 14 অক্টোবর : আসন্ন টি-20 বিশ্বকাপর পর ভারতীয় দলের ড্রেসিংরুমে শোনা যাবে না শাস্ত্রীয় সঙ্গীতের সুর ৷ কারণ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী ৷ বিরাট-রোহিতদের নতুন হেডস্যার খোঁজা শুরু করে দিয়েছে বিসিসিআই ৷ কিন্তু এখনও পর্যন্ত শাস্ত্রীর উত্তরসূরি বেছে নিতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়রা ৷ তাই বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তী কোচ হিসেবে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে ৷

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে শাস্ত্রী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর তাঁর উত্তরসূরির খোঁজ শুরু করে দেয় বিসিসিআই ৷ বোর্ডের তরফে দ্রাবিড়কেও প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কারণ হিসেবে দ্রাবিড় জানান, তিনি জুনিয়র স্তরে কাজ করতে চান ৷ অতীতে অনূর্ধ্ব-19 ও ভারতীয় এ দলের কোচের দায়িত্ব সামলেছে রাহুল ৷ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন কিংবদন্তি এই ব্যাটার ৷

বোর্ড সুত্রের খবর, বিশ্বকাপের পর ঘরের মাঠে কিউয়ি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অন্তর্বর্তী কোচ হিসেবে দ্রাবিড়কে প্রস্তাব দিতে চলেছে বিসিসিআই ৷ বোর্ডের এক আধিকারিক জানান, আবেদনের ভিত্তিতে আমরা উপযুক্ত প্রার্থীকে বেছে নিতে চাই ৷ কিন্তু এখনও পর্যন্ত কোচ হওয়ার জন্য যে আবেদনপ্রত্র এসেছে, তাতে বোর্ডের পছন্দ হয়নি ৷ উপযুক্ত প্রার্থী না-বাছাই পর্যন্ত দ্রাবিড়কে অন্তর্বর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে ৷ এর আগে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেচ্ছেন দ্রাবিড় ৷

আরও পড়ুন :টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’

টি-20 বিশ্বকাপের পর শাস্ত্রী ও তাঁর তিন সহকারী দায়িত্ব ছাড়চ্ছেন ৷ বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ট্রেনার নিক ওয়েবের সঙ্গে চুক্তি বাড়াতে চায় না বিসিসিআই ৷ 17 অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷ 24 অক্টোবর ভারত-পাক মহারণ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কবে কোহলি অ্যান্ড কোং ৷

ABOUT THE AUTHOR

...view details