নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: হরমনপ্রীত কউর এবং তাঁর দলকে অভিনন্দন বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 19তম এশিয়াডে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়নের খেতাব জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল ৷ মোদি জানান, পুরো দেশ তাঁদের এই অসামান্য সাফল্যকে উদযাপন করছে ৷ অন্যদিকে, এশিয়াডে সোনা জয়ের পর হ্যাংঝাউ থেকে ভারতীয় ক্রিকেটাররা একটি বার্তায় বলেন, ‘‘আমরা জিতেছি এবং আমরা তার জন্য উচ্ছ্বসিত, আমরা গর্ব অনুভব করছি ৷’’
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অভিনন্দন বার্তায় জানিয়েছেন, ‘‘এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে আমাদের দল দারুণ প্রদর্শনের মাধ্যমে সোনা জিতেছে ৷ তাঁদের এই অসামান্য সাফল্যকে সমগ্র দেশ উদযাপন করছে ৷ তাঁদের দলগত প্রচেষ্টা, কৌশল, খিদে এবং প্রতিভার মাধ্যমে আমাদের মেয়েরা তেরঙাকে উঁচুতে তুলে ধরেছে ৷ আপনাদের এই দারুণ জয়ের জন্য অভিনন্দন ৷’’
প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তায় আপ্লুত ভারতের সোনার মেয়েরা ৷ এশিয়া সেরার খেতাব জয়ের পর উৎসবে সামিল হয়েছেন হরমনপ্রীতরা ৷ আর সেই উৎসবে নেতৃত্ব দিচ্ছেন দলের সবচেয়ে দুরন্ত সদস্য জেমাইমা রডরিগেজ (42) ৷ যিনি ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধানার সঙ্গে 73 রানের পার্টনারশিপও করেন ৷ হ্যাংঝাউয়ের মাঠে টিম সেলফি তুলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা ৷ সেই সঙ্গে পুরো দল একটি বার্তাও দিয়েছেন সমর্থকদের জন্য ৷
আরও পড়ুন:দ্বিতীয় সোনা ভারতের, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াডে সেরা দেশের মহিলা ক্রিকেট দল
এ দিন ভারতের জয়ে বল হাতে বড় অবদান রাখেন বাংলার তিতাস সাধু ৷ চুঁচুড়ার বাসিন্দা তিতাসের সেই অসামান্য পারফর্ম্যান্সকে উল্লেখ করে বিসিসিআই সচিব জয় শাহ তাঁর এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে 18 বছরের অসাধারণ প্রতিভা তিতাস সাধুর দুরন্ত বোলিংয়ে (6 রান দিয়ে 3 উইকেট) ভারতীয় মহিলা দল এশিয়াডে সোনা জিতল ৷ এই সাফল্যের জন্য দলকে অনেক অভিনন্দন ৷’’