সিডনি, 5 অগস্ট: সেপ্টেম্বর মাসে ভারতে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ সংবাদ সংস্থা পিটিআই'য়ের খবর অনুযায়ী, ভাঙা কবজি নিয়ে তিনি ওভাল টেস্টে খেলেছিলেন ৷ সেই কারণে, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক ভারত সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন না ৷ তবে, কামিন্সের বাঁ-হাতের কবজি ভাঙা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কোনও তথ্য সামনে আনেনি ৷ উল্লেখ্য, আগামী 22 সেপ্টেম্বর থেকে মোহালিতে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ৷ যা বিশ্বকাপের আগে দু'দলের কাছে প্রস্তুতি এবং শক্তি পরীক্ষার লড়াই ৷
সংবাদ সংস্থা পিটিআই ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে উল্লেখ করে বলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দু’টি সূত্র জানিয়েছে প্যাট কামিন্সের বাঁ-হাতের কবজিতে চিড় ধরার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ তবে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার উপর নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ৷ অজি অধিনায়ক পেসার প্যাট কামিন্স অ্যাসেজে শেষ তথা ওভালে টেস্টের প্রথমদিন হাতে চোট পান ৷ কিন্তু, চোট নিয়েই তিনি বাকি চারদিন খেলে গিয়েছিলেন ৷ ম্যাচের মধ্যেই হাতে ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে ৷ তাঁর বাঁ-হাতের কবজিতে মোটা ও মজবুত করে টেপ মারা ছিল ৷