পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Pat Cummins: ওভাল টেস্টে ভেঙেছিল কবজি, কামিন্সের ভারত সফরে আসা নিয়ে ধোঁয়াশা - অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

Pat Cummins could Miss India Series in September: ভাঙা কবজি নিয়ে নাকি ওভাল টেস্ট খেলেছিলেন প্যাট কামিন্স ৷ সেই ভাঙা কবজির কারণেই নাকি আগামী মাসে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না তিনি ৷ এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র ৷

Pat Cummins ETV BHARAT
Pat Cummins

By

Published : Aug 5, 2023, 8:49 PM IST

সিডনি, 5 অগস্ট: সেপ্টেম্বর মাসে ভারতে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ সংবাদ সংস্থা পিটিআই'য়ের খবর অনুযায়ী, ভাঙা কবজি নিয়ে তিনি ওভাল টেস্টে খেলেছিলেন ৷ সেই কারণে, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক ভারত সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন না ৷ তবে, কামিন্সের বাঁ-হাতের কবজি ভাঙা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কোনও তথ্য সামনে আনেনি ৷ উল্লেখ্য, আগামী 22 সেপ্টেম্বর থেকে মোহালিতে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ৷ যা বিশ্বকাপের আগে দু'দলের কাছে প্রস্তুতি এবং শক্তি পরীক্ষার লড়াই ৷

সংবাদ সংস্থা পিটিআই ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে উল্লেখ করে বলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দু’টি সূত্র জানিয়েছে প্যাট কামিন্সের বাঁ-হাতের কবজিতে চিড় ধরার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ তবে, বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার উপর নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ৷ অজি অধিনায়ক পেসার প্যাট কামিন্স অ্যাসেজে শেষ তথা ওভালে টেস্টের প্রথমদিন হাতে চোট পান ৷ কিন্তু, চোট নিয়েই তিনি বাকি চারদিন খেলে গিয়েছিলেন ৷ ম্যাচের মধ্যেই হাতে ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে ৷ তাঁর বাঁ-হাতের কবজিতে মোটা ও মজবুত করে টেপ মারা ছিল ৷

তবে, বোলিং করার সময় তাঁর সেই চোট খুব একটা ভোগায়নি কামিন্সকে ৷ কিন্তু, ব্যাটিং করার সময় কামিন্স তাঁর পাওয়ার-হ্যান্ড অর্থাৎ, বাঁ-হাত বাঁচিয়ে খেলছিলেন ৷ ফলে শট খেলতেও সমস্যা হচ্ছিল তাঁর ৷ এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাসেজ মিলিয়ে 2 মাসে 6টি টেস্ট খেলার পর, কামিন্স ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশ্রাম চেয়েছেন ৷ কিন্তু, সেটা কি শুধুই বিশ্বকাপের আগে ক্লান্তি দূর করা ? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপের আগে বাঁ-হাতের চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য কামিন্সের এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন:কালীপুজোয় ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান, নিরাপত্তার প্রশ্নে বেকায়দায় সিএবি দ্বারস্থ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, কামিন্স খেলতে না-পারলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷ তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের টেস্ট ও ওয়ান ডে দলের সহ-অধিনায়ক ৷ অন্যদিকে, বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আয়োজক ভারতের সঙ্গে 8 অক্টোবর ৷ তাই তার আগে কামিন্সকে পুরোপুরি ফিট দেখতে চাইবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ৷

ABOUT THE AUTHOR

...view details