রাঁচি, 21 এপ্রিল : করোনার থাবা রাঁচির বিখ্যাত ধোনি পরিবারে ৷ করোনায় আক্রান্ত মহেন্দ্র সিং ধোনির বাবা-মা উভয়েই ৷ ধোনির মা দেবকী এবং বাবা পান সিং, দুজনকেই রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, দুজনের অবস্থা স্থিতিশীল ৷ খবর ছড়াতেই ধোনি অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন ৷
14তম আইপিএলের প্রথমদিকে কিছুটা ধাক্কা খেলেও বর্তমানে গড়গড়িয়ে চলছে চেন্নাই এক্সপ্রেসের চাকা ৷ পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল ৷ যদিও ব্যাট হাতে পুরানো ধোনিকে এখনও ফিরে পায়নি ক্রিকেট অনুরাগীরা ৷ আজ সন্ধ্যায় ওয়াংখেড়ের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছে সিএসকে ৷ কিন্তু নাইটদের বিরুদ্ধে নামার আগে ক্যাপ্টেন কুল-এর কপালে চিন্তার ভাঁজ ৷ তিনি যখন মুুম্বইয়ে আইপিএল খেলতে ব্যস্ত তখন রাঁচির বাড়িতে করোনা সংক্রমণে আক্রান্ত তাঁর মা-বাবা ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুজনের শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক আছে ৷ তা সত্ত্বেও মাথায় একরাশ চিন্তা নিয়েই যে মাঠে নামবেন মাহি, তা বলা বাহুল্য ৷