কলকাতা, 25 জুন:ক্রিকেট মরশুমে প্রথম ট্রফি পেল মোহনবাগান। শনিবার ইডেনে ভবানীপুরকে এক উইকেটে হারিয়ে পি সেন ট্রফি জিতল সবুজ-মেরুন। 6 বছর পরে ঐতিহ্যবাহী পি সেন ট্রফি আয়োজন করেছিল সিএবি। আর সেই ট্রফি গেল সবুজ-মেরুন শিবিরে। 22 গজের লড়াইয়ে জয়লাভ করে সবুজ-মেরুন শিবিরে খুশির হাওয়া। দশ দলের প্রতিযোগিতা জিততে অংশগ্রহণকারী দলগুলো আইপিএলের নজরকাড়া ক্রিকেটারদের নিয়ে এসে দল গড়তে কসুর করেনি। ফাইনালে মোহনবাগানের জয়ে শাকির হাবিব গান্ধি বড় ভূমিকা নিলেন। তাঁর অপরাজিত 157 রানই ভবানীপুরের রানের পাহাড় সহজেই টপকাতে সাহায্য করল।
দিনরাতের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভবানীপুর 49 ওভারে সাত উইকেটে 352 রান তোলে। অভিষেক রামনের 74, অনুষ্টুপ মজুমদারের 71 এবং চিরাগ জানির 42 বলে 60 রান বড় ইনিংস গড়তে সাহায্য করে। মোহনবাগানের হয়ে 60 রানে তিন উইকেট নেন সুনীল দালাল। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মোহনবাগান সমস্যায় পড়লেও শাকির দলের ইনিংস টানতে থাকেন। 12 ওভারে 88 রানে তিন উইকেট পড়ে গিয়েছিল মোহনবাগানের। এই সময় শাকির মাথা ঠান্ডা রেখে ইনিংস গড়তে থাকেন।