দুবাই, 21 অক্টোবর : রবিবার ভারত-পাক ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷ এই ম্যাচ যে টুর্নামেন্টের ইউএসপি, তা বলার অপেক্ষা রাখে না ৷ এই লড়াই বিশ্বের যে কোনও ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাকে হার মানাবে বলে মনে করেন ম্যাথু হেডেন ৷ দু'বছর পর ফের বাইশ গজে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাইশ গজে লড়েছিল 2019 বিশ্বকাপে ৷
বার্মিংহ্যামে এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারিয়েছিল ভারত ৷ দু'বছর পর ফের বাইশ গজে আমনে-সামনে ভারত ও পাকিস্তান ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখে টিম ইন্ডিয়া ৷ এছাড়াও ওয়ান ডে বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রতিবারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান ৷