পোর্ট এলিজাবেথ (দক্ষিণ আফ্রিকা), 13 ডিসেম্বর: দেশের বাইরে প্রথম বড় কোনও আন্তর্জাতিক ম্যাচ ৷ আর প্রথম ম্যাচেই টি-20 আন্তর্জাতিকের প্রথম হাফ সেঞ্চুরি ৷ কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের মিডল-অর্ডার সেনসেশন রিঙ্কু সিংকে নিয়ে ৷ কিন্তু, কঠিন পরিস্থিতিতে প্রোটিয়াস পেস বোলিংয়ের সামনে 39 বলে 68 রানের অপরাজিত ইনিংস বৃথা গেল ৷ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে ডার্কওয়ার্থ লুইসে 5 উইকেটে হারল ভারত ৷ 15 ওভারে 152 রানের টার্গেট 7 বল বাকি থাকতে তুলে দেয় প্রোটিয়ারা ৷
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে কেরিয়ারের 17তম হাফ সেঞ্চুরি করলেন সিরিজের স্ট্যান্ডবাই অধিনায়ক সূর্যকুমার যাদব (36 বলে 56 রান) ৷ সেই সঙ্গে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে মাত্র 56 ইনিংসে টি-20 আন্তর্জাতিকে 2 হাজার রান করলেন 'স্কাই' ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 6 রানের মাথায় ভারতের দুই ওপেনার আউট হয়ে যান ৷ শুভমন গিল এবং যস্বশী জয়সওয়াল তাঁদের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি ৷ এই পরিস্থিতিতে তিলক বর্মার (29) সঙ্গে তৃতীয় উইকেটে 49 রানের পার্টনারশিপ করেন তিনি ৷
এই সময় প্রয়োজন ছিল একদিক থেকে উইকেট ধরে খেলা ৷ অধিনায়কের সঙ্গে 70 রানের পার্টনারশিপে শুরুর দিকে সেই কাজটাই করেন রিঙ্কু সিং ৷ প্রথম কুড়ি বলে তেমন আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে ৷ সেই সময় উলটোদিক থেকে মার্কো ইয়ানসেন, লিজাড উইলিয়ামসদের বিরুদ্ধে আক্রমণ করছিলেন সূর্যকুমার ৷ তবে, একবার উইকেটের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পর আক্রমণে যান রিঙ্কু ৷
উল্লেখ্য, হাফ সেঞ্চুরি করার আগে পর্যন্ত একটিও ওভার-বাউন্ডারি মারেননি বাঁ-হাতি ব্যাটার ৷ 9টি বাউন্ডারি মেরে কেরিয়ারের প্রথম পঞ্চাশ করেন তিনি ৷ তবে, ইনিংসের শেষের দিকে দু’টি বিশাল ছয় মারেন রিঙ্কু ৷ 19.3 ওভারে যখন ভারত 7 উইকেট হারিয়ে 180 রান তুলেছে ৷ ঠিক সেই সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ এরপর ভারত আর ব্যাটিং করতে নামেনি ৷ বৃষ্টি থামলে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের জন্য আসে ৷ তবে, ততক্ষণে ওভার-কাট হয়ে খেলা 15 ওভারে নেমে আসে ৷ দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় 152 রানের ৷
ওভার প্রতি 10 উপর রান প্রয়োজন হলেও, প্রোটিয়াস ব্যাটারদের সেই রান তাড়া করতে সমস্যা হয়নি ৷ বৃষ্টির কারণে আউট ফিল্ড ভিজে ছিল ৷ ফলে দ্রুত বল ভিজে যায় ৷ ফলে পেসাররা সেভাবে প্রভাব দেখাতে পারেননি ৷ এমনকী ভিজে বলে কুলদীপ যাদবের ঘূর্ণিও নজরে আসেনি ৷ তবে, শেষের দিকে একটা চেষ্টা করেছিলেন মহম্মদ সিরাজ (1 উইকেট), মুকেশ কুমার (2 উইকেট) এবং কুলদীপ (1 উইকেট) ৷ কিন্তু, তাঁদের সেই চেষ্টা যথেষ্ঠ ছিল না ৷ দক্ষিণ আফ্রিকাতেও নতুন বলে ব্যর্থ আর্শদীপ সিং ৷ 2 ওভারে 31 রান দিয়েছেন তিনি ৷ 13.5 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা ৷ 4 ওভারে 18 রান দিয়ে সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তাবরেজ সামশি ৷
আরও পড়ুন:
- টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
- পিছিয়ে থেকেও ডাচদের হারাল ভারত, হকিতে যুব বিশ্বকাপের সেমিতে টিম ইন্ডিয়া
- দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত