পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Sharma 400th Match : রোহিতের 400তম ম্যাচে স্টেডিয়ামে ফিরছে একশো শতাংশ দর্শক - Rohit Sharma will be the 9th Indian Cricketer to play 400 international match

দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হতে চলা পিঙ্ক বল টেস্ট আবার ঘটনাচক্রে 400তম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ভারত অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মার (Rohit Sharma set to play his 400 international match) ৷

Rohit Sharma 400th Match
রোহিতের 400তম ম্যাচে স্টেডিয়ামে ফিরছে একশো শতাংশ দর্শক

By

Published : Mar 11, 2022, 5:39 PM IST

বেঙ্গালুরু, 11 মার্চ : ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় তথা পিঙ্ক বল টেস্টে স্টেডিয়ামে ফিরছে একশো শতাংশ দর্শক ৷ ক্রিকেট অনুরাগীদের সুখবর দিয়ে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA allows 100 percent spectator capacity for Bengaluru test) ৷ দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট আবার ঘটনাচক্রে 400তম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ভারত অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মার (Rohit Sharma set to play his 400 international match) ৷ তাই বলাই যায় ফুলহাউস গ্যালারির সামনেই আগামিকাল চিন্নাস্বামীতে মাইলস্টোন ম্যাচে নামতে চলেছেন রোহিত ৷

কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) কোষাধ্যক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ সিরিজ নিয়ে দর্শকের উন্মাদনার কথা বিবেচনা করে একশো শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে কেএসসিএ ৷ প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজি গ্রাউন্ড চিন্নাস্বামীতেই প্রাথমিকভাবে শততম টেস্ট খেলার কথা ছিল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷

পরিবর্তিত সূচি অনুযায়ী সেই সুযোগ হাতছাড়া হওয়ায় হিটম্যানের 400তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন যেন কেএসসিএ'র কাছে দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ৷ এদিকে নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে শনিবার 400তম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন রোহিত (Rohit Sharma will be the 9th Indian Cricketer to play 400 international match) ৷

আরও পড়ুন : পিঙ্ক বল টেস্টে তিন পেসারে খেলার সম্ভাবনা ভারতের

এর আগে সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, মহম্মদ আজহারঊদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, যুবরাজ সিং এই মাইলস্টোন ছুঁয়েছেন ৷ দল জিতে চললেও শেষ কয়েকটি ম্যাচে রান নেই রোহিতের ব্যাটে ৷ মাইলস্টোন ম্যাচে ফুলহাউস গ্যালারির সামনে রানে ফেরাই লক্ষ্য ভারত অধিনায়কের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details