বেঙ্গালুরু, 18 অগস্ট: ভারতীয় দলের জন্য সুখবর ৷ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ৷ এনসিএ থেকে তেমনই তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে, সংবাদ সংস্থা পিটিআই ৷ আজ এনসিএ-তে ম্যাচে সিমিউলেশনে অতিরিক্ত সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷ যা এশিয়া কাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর মতো খবর ৷ আর তেমনটা হলে, শ্রীলঙ্কায় ভারতীয় দলের সঙ্গে কেএল রাহুলের নাম প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে থাকবে বলে মনে করা হচ্ছে ৷
21 অগস্ট এশিয়া কাপের দল বাছাই হবে ৷ যে দলে জসপ্রীত বুমরা ইতিমধ্যে ঢুকে পড়েছেন ৷ এবার সেই তালিকায় কেএল রাহুলের নাম জুড়তে পারে ৷ সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ এনসিএ-র একটি সূত্রকে উল্লেখ করে পিটিআই এমনটাই জানিয়েছে ৷ ওই সূত্রের দাবি, ‘‘এনসিএ-তে ম্যাচ সিমিউলেশনের সময় কেএল রাহুলের ফিটনেসের দারুণ উন্নতির লক্ষ্য করা গিয়েছে ৷ আজকে অতিরিক্তি সময় ব্যাটিং এবং উইকেটকিপিং করেছেন তিনি ৷’’