পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহুল, হরপ্রীতের দাপটে পঞ্জাবের কাছে হার কোহলিদের - বিরাট কোহলি

57 বলে 91 রান করেন কেএল রাহুল ৷ আর হরপ্রীত ব্রার 4 ওভারে 19 রান নিয়ে নেন তিন উইকেট ৷ ম্যাচের সেরা হয়েছেন হরপ্রীত ৷

kl-rahul-harpreet-brar-power-punjab-kings-to-34-run-victory-vs-royal-challengers-bangalore
রাহুল, হরপ্রীতের দাপটে পঞ্জাবের কাছে হার কোহলিদের

By

Published : May 1, 2021, 8:41 AM IST

Updated : May 2, 2021, 6:07 AM IST

আহমেদাবাদ, 1 মে : একজনের অধিনায়কোচিত ইনিংস ৷ অন্যজনের দুরন্ত স্পিন ৷ আর এই জোড়া ফলায় ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 34 রানে হারাল পঞ্জাব কিংস ৷

গতকাল টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি ৷ শুরুটা ভাল হয়নি পঞ্জাবের ৷ দলের 19 রানের মাথায় আউট হন ওপেনার প্রভসিমরন সিং ৷ এরপর অধিনায়ক রাহুলের সঙ্গে জুটি বাঁধেন ক্রিস গেল ৷ এসেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন ইউনিভার্স বস ৷ তাঁদের দু'জনের জুটি যে গতিতে রান তুলতে শুরু করেন, তাতে কোহলির কপালে চিন্তার ভাঁজ পড়েছিল ৷ কিন্তু, 11 তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত 46 রান করে আউট হন গেল ৷ এরপর রানের গতি আচমকা কমে যায় পঞ্জাবের ৷ পরপর আরও তিন ব্যাটসম্যান আউট হন ৷ পঞ্জাব 150 রান পেরোতে পারবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয় ৷

এমন সময় অধিনায়ক রাহুলের সঙ্গে জুটি বাঁধেন হরপ্রীত ব্রার ৷ দু'জনে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিয়ে যান ৷ শেষপর্যন্ত 20 ওভারে পঞ্জাব করে 179 রান ৷ 5টি ছয় ও 7টি চারের সাহায্যে 57 বলে 91 রান করেন কেএল রাহুল ৷ হরপ্রীত করেন 17 বলে 25 রান ৷

এই সংক্রান্ত খবর : হেরেই চলেছে কেকেআর, কঠিন হচ্ছে প্লে অফের পথ

180 রান তাড়া করতে নেমে শুরুতেই দেবদত্ত পড়িক্কলের উইকেট হারায় ব্যাঙ্গালোর ৷ এরপর অধিনায়ক বিরাট কোহলি ও রজত পতিদার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, পঞ্জাবের বোলিংয়ের সামনে অসহায় দেখায় ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনকে ৷ হরপ্রীত 19 রান দিয়ে নেন 3 উইকেট ৷ রবি বিষ্ণোই নেন 2 উইকেট ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 145 রান করে ব্যাঙ্গালোর ৷

এই ম্যাচে জয়ের ফলে 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল পঞ্জাব ৷ আর 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 নম্বরে রইলেন বিরাটরা ৷

Last Updated : May 2, 2021, 6:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details