কলকাতা, 21 এপ্রিল: শুক্রবার রাত আটটায় কলকাতা নাইট রাইডার্স শহরে পা রেখেছে । নয়াদিল্লিতে ক্যাপিটালসের কাছে হেরে ঘরে ফিরেছে 'রানা অ্যান্ড কোং' । চেন্নাই সুপার কিংস শনিবার আসছে সন্ধ্যা সাড়ে ছ'টায় । রবিবার আইপিএলে মুখোমুখি হবে দুই দল । টানা তিন হারে ব্যাকফুটে নীতীশ রানারা । ঘরের মাঠে ভাগ্য পরিবর্তন হয় কি না তা নিয়েই যাবতীয় আগ্রহ ক্রিকেট ভক্তদের ।
রবিবার তা দেখতে মাঠে ভিড় জমার আশায় বুক বাঁধছেন উদ্যোক্তারা । কিন্তু আইপিএল ম্যাচে ভারতীয় তারকাদের ইডেনে খেলতে আসা মানেই শহর দু'ভাগে বিভক্ত হয়ে যাওয়া । সেই রেশ ধরেই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে বললেও কম বলা হয় । চল্লিশ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক তাঁর ক্রিকেট জীবনের সায়াহ্নে চলে এসেছেন । এটাই তাঁর শেষ আইপিএল ।
তাই চেন্নাই সুপার কিংস ম্যাচে কী করল তার থেকেও আকর্ষণের এপিসেন্টারে ধোনি । 6 এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ইডেনে কোহলি... কোহলি... চিৎকারে নাইট রাইডার্স চমকে গিয়েছিল । ধীরে ধীরে বাড়তে থাকা জনসমর্থনে রাশ পড়িয়েছিলেন শার্দূল ঠাকুররা । রবিবারের ইডেন হয়তো একই ছবি দেখতে চলেছে । টিকিটের চাহিদা আকাশছোঁয়া । সিএবি কর্তারা হাত তুলে নিয়েছেন । ক্লাবের কোটার টিকিট বণ্টন নিয়েও অসন্তোষ । জেলার ক্রিকেট কোটার টিকিট রাজনৈতিক নেতারা তুলে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলা দলের ক্রিকেটার ।