পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR vs PBKS : শাহরুখের নাইটদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গেইলহীন প্রীতির কিংসের - KKR

এক সময় তিনি ছিলেন কিং খানের নয়নের মণি ৷ কিন্তু কলকাতা বিদায় জানিয়ে প্রথমে ব্যাঙ্গালোর ও পরে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়েছেন ৷ তবে আরসিবি ও প্রীতি জিন্টার দলের জার্সি পরে নাইটদের বিরদ্ধে দারুণ পারফর্ম করছেন ক্রিস গেইল ৷ কিন্তু এই 'ক্যারিবিয়ান দৈত্য'-কে ছাড়াই আজ নাইটদের বিরুদ্ধে নামছে পঞ্জাব ৷

KKR vs PBKS
: শাহরুখের নাইটদের বিরুদ্ধে গেইলহীন প্রীতির কিংস

By

Published : Oct 1, 2021, 7:07 PM IST

Updated : Oct 1, 2021, 7:22 PM IST

দুবাই, 1 অক্টোবর : প্লে-অফের লড়াইয়ে শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামল কলকাতা নাইট রাইডার্স ৷ রান-রেটে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পিছনে ফেলে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে কলকাতা ৷ প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে জিতলে প্লে-অফের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে কিং খানের কেকেআর ৷ আর প্লে-অফের যাওয়ার জন্য এদিন নাইটদের বিরুদ্ধে জিততেই হবে পঞ্জাব কিংসকে ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের ৷ নাইট জার্সিতে এদিন আইপিএলে অভিষেক হল কিউয়ি ব্যাটার টিম সেইফার্টের ৷

কেকেআর-এর বিরুদ্ধে লড়াইয়ের আগে প্রীতির দলের চিন্তার কারণ ক্রিস গেইলের বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে যাওয়া ৷ লাগাতার 3 মাস বায়ো-বাবলে থাকার কারণে ক্লান্ত গেইল কলকাতা ম্যাচের আগের দিনই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ৷ আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার আগে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলেছেন গেইল ৷ সেখান থেকে একদিনের ব্যবধানে পঞ্জাব কিংসের বায়ো-বাবলের প্রবেশ করেছিলেন 'ক্যারিবিয়ান দৈত্য' ৷ পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে নাইটদের চিন্তার কারণ আন্দ্রে রাসেলর চোট ৷ আগের ম্যাচে রাসেলকে ছাড়াই অবশ্য দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে কেকেআর ৷

মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে নাইটদের পারফরম্যান্স মন্দ নয় ৷ প্রথম দু'টি ম্য়াচ জিতে দারুণ শুরু করা ইয়ন মরগ্যানের দল চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে দুরমুশ করে ফের ঘুরে দাঁড়িয়েছে ৷ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নাইটদের পারফরম্যান্স প্রতিপক্ষের থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রেখেছে ৷

কলকাতা নাইট রাইডার্স একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক, টিম সেইফার্ট, সুনীল নারাইন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী ও শিভম মাভি ৷

পঞ্জাব কিংস একাদশ : লোকেশ রাহুল (ক্যাপ্টেন), ময়াঙ্ক আগরওয়াল, আডেন মার্কারম, নিকোলাস পুরান, শাহরুখ খান, দীপক হুডা, ফাবিয়েন এলান, নাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণুই ও অর্শদীপ সিং ৷

Last Updated : Oct 1, 2021, 7:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details