বেঙ্গালুরু, 2 এপ্রিল: চিন্নাস্বামী স্টেডিয়ামে দুরন্ত তিলক বর্মা । রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের দাপটের দিনে উজ্জ্বল বছর বিশের হায়দরাবাদি ব্যাটার । তাঁর 84 রানের সৌজন্যেই প্রাথমিক ধাক্কা সামলে ভদ্রস্থ স্কোর খাঁড়া করল মুম্বই ইন্ডিয়ান্স । নির্ধারিত 20 ওভারে 171 রান তুলল পল্টনরা । জিতে অভিযান শুরু করতে গেলে 172 রান তুলতে হবে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি সম্বলিত আরসিবি'কে ।
গতবার লিগ টেবিলে সবার নিচে থাকা মুম্বই ইন্ডিয়ান্স জয় দিয়ে তাঁদের নতুন সিজন শুরু করতে মরিয়া ৷ হাইভোল্টেজ ম্যাচে প্রথমেই ব্যাট হাতে বিরাটদের চাপে ফেলতে চেষ্টা চালাচ্ছিল রোহিত অ্যান্ড কোং ৷ যদিও শুরুটা মনমতো করতে পারেননি মার্ক বাউচারের ছেলেরা । শুরুতেই ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন, ঈষান কিষাণ । বল হাতে দাপট দেখাচ্ছেন আকাশদীপ, হর্ষল প্যাটেলরা ।
ঠিক সেখানেই খেলার রাশ নিজের হাতে নেন তিলক । তাঁর দুরন্ত ইনিংস সাজানো 9টি চার ও 4টি ছয়ে । মাঝে নেহাল ওয়াধেরা খানিক স্বপ্ন দেখালেও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি । 13 বল খেলে ব্যক্তিগত 21 রানেই ডাগ আউটে ফেরেন পঞ্জাব তনয় । কখনও নেহাল, কখনও ঋত্বিক শকিন আবার কখনও আরশাদ খানকে নিয়ে লড়াই চালালেন তিলক ।