পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

MS Dhoni: আইপিএলে অনন্য মাইলস্টোনের সামনে মাহি - Captain Cool

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একবছর আগে অবসর নিয়েছেন 'ক্যাপ্টেন কুল’ ৷ অবসরের বর্ষপূর্তির পর রবিবার প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এদিন দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷

MS Dhoni
মাইলস্টোনের সামনে মাহি

By

Published : Sep 19, 2021, 6:18 PM IST

দুবাই, 19 সেপ্টেম্বর: ফের বাইশ গজে 'মাইলস্টোন ম্যান' মাহি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের বর্ষপূর্তির পর রবিবার প্রথম মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি ৷ মরু শহরে চলতি আইপিএলে মাইলস্টোনের সামনে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ৷ প্রথম ম্যাচেই মাইলস্টোনের হাতছানি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে ৷ তবে মাইলস্টোনে পৌঁছতে আরও পাঁচ ম্যাচ দরকার ধোনির ৷

2008 সালে আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি ৷ সিএসকের নির্বাসনের কারণে মাঝে 2 বছর অর্থাৎ 2016 ও 2017 আইপিএলে রাইজিং পুণে সুপার জায়েন্টসকে নেতৃত্ব দিয়েছিলেন মাহি ৷ তবে 2018 আইপিএলে নির্বাসন কাটিয়ে সিএসকে মাঠে ফেরার পর ফের নেতা হন ধোনি ৷ অধিনায়ক ধোনির সামনে এবার অনন্য মাইলস্টোন ৷ আইপিএলের ইতিহাসে প্রথম ক্য়াপ্টেন হিসেবে 200 ম্যাচের হাতছানি ধোনির সামনে ৷ কোনও অঘটন না-ঘটলে মরু শহরে সিএসকের প্রথম পাঁচ ম্যাচেই মাইলফলকে পৌঁছে যাবেন মাহি ৷

আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার অধিকারী হলেন ধোনি ৷ রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেতা হিসেবে 196টি ম্যাচে নেতৃত্ব দেবেন ধোনি ৷ অর্থাৎ প্লে-অফের আগেই আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে 200 ম্যাচ খেলার মাইলস্টোনে পৌঁছবেন 'ক্যাপ্টেন কুল'৷ কারণ নেতা হিসেবে ধোনির পরে রয়েছেন আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ তিনি নেতৃত্ব দিয়েছেন 132 ম্যাচে ৷

আরও পড়ুন :প্রথম ম্যাচেই মাইলস্টোনের সামনে 'হিটম্যান'

2020 আইপিএলে ধোনির নেতৃত্বে মরু শহরে সাত নম্বরে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস ৷ কিন্তু 2021 আইপিএলের ধোনির নেতৃত্বে ঘরের মাঠে দারুণ শুরু করে সিএসকে ৷ নির্ধারিত সূচি মেনেই এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ ৷ কিন্তু করোনা হানায় টুর্নামেন্টের মাঝপথে স্থগিত হয়ে যায় 2021 আইপিএল ৷ পরে টুর্নামেন্টের বাকি 31টি ম্যাচ মরু শহরে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷

ABOUT THE AUTHOR

...view details