কলকাতা, 29 এপ্রিল: দিন কুড়ি আগের কথা ৷ মোতেরায় শেষ ওভারে 5টি ছক্কা হাঁকিয়ে অসাধ্য সাধন করেছিলেন রিঙ্কু সিং ৷ সেই মিরাকল জয়ের বদলা নিতে শনিবার নাইটদের ঘাঁটিতে তাঁদের মুখোমুখি গুজরাত টাইটান্স ৷ বদলার ম্যাচ জিতে গুজরাতের লক্ষ্য যখন লিগের শীর্ষস্থান ৷ নাইটরা তখন টানা দ্বিতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে উপরের দিকে ওঠার লক্ষ্যে ৷ ঘরের মাঠে যদিও এদিন টস হারলেন পার্পল ব্রিগেডের অধিনায়ক নীতীশ রানা ৷ টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠালেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷
জোড়া পরিবর্তন নিয়ে গুজরাতের বিরুদ্ধে শনিবার মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ৷ গত ম্যাচের নায়ক জেসন রয় পিঠের চোটে আজ নেই ইডেনে ৷ পরিবর্তে আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে একাদশে নিয়েছে কেকেআর ৷ পাশাপাশি উমেশ যাদবের পরিবর্তে এসেছেন হর্ষিত রানা ৷ যদিও অপরিবর্ত একাদশ নিয়েই শীর্ষ ওঠার লড়াইয়ে নেমেছে গুজরাত ৷
তিলোত্তমাজুড়ে শনিবার বৃষ্টির ভ্রূকুটি ছিল সকাল থেকেই ৷ টসের পরই শুরু হয় বৃষ্টি ৷ মুষলধারে না-হলেও বৃষ্টির কারণে ইডেনে ম্যাচ শুরু হতে কালবিলম্ব হচ্ছে ৷ টস জিতে গুজরাত অধিনায়ক হার্দিক জানান, আবহাওয়ার কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া হলে টস জিতে প্রথমে ব্যাটিংই করত তাঁর দল ৷