পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2023: বাঙালিয়ানায় বর্ষবরণ নাইটদের, মুম্বইতে জয়ের খোঁজে কেকেআর - নাইট অধিনায়ক নীতিশ রানা

শনিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ে পৌঁছছে। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নীতা অম্বানি দলের সঙ্গে টক্কর শাহরুখের নাইটদের ৷

Etv Bharat
মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্স টিম

By

Published : Apr 15, 2023, 9:56 PM IST

কলকাতা, 15 এপ্রিল: ইডেনে হারের ধাক্কা সরিয়ে এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে জিতে ছন্দে ফিরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর টানা দু'ম্যাচ জয়ের পর শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে মুম্বই পাড়ি দিল কিং খানের কেকেআর ৷

ইশান কিষাণ, সূর্যকুমার যাদব রানের মধ্যে নেই। কেবলমাত্র তিলক বর্মা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় রান করেছিলেন। অধিনায়ক রোহিত শর্মা দিল্লির বিরুদ্ধে অর্ধ-শতরান করেছেন। এছাড়া বিদেশিদের মধ্যে ক্যামেরুন গ্রিন, জোফ্রা আর্চার রয়েছেন। বড় নামের ঝলকানি থাকলেও মুম্বই যে দারুণ ছন্দে রয়েছে, এমনটা বলা যায় না। কোচ মাহেলা জয়বর্ধনের কাছে তিন ম্যাচে একটি জয় পাওয়া একাদশকে ফর্মে ফেরানো বড় চ্যালেঞ্জ। যা হয়তো দিল্লি ম্যাচ থেকে শুরু হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ঘরের মাঠে নাইট চ্যালেঞ্জ সামলাতে রোহিত শর্মারা সফল হলে জোরালোভাবে ছন্দে ফিরবেন।

অন্যদিকে, নাইট রাইডার্স জোড়া জয়ের পরে ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে 23 রানে পরাজিত। চার ম্যাচে দুই জয় দুই হার। শনিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ে পৌঁছছে। তার আগে পয়লা বৈশাখের কথা মাথায় রেখে মধ্যাহ্নভোজ বাঙালিয়ানায় সারল নাইটরা। তবে নতুন বছরের প্রথম দিনের উদযাপনের মধ্যে কেকেআর শিবিরে চিন্তা আন্দ্রে রাসেল ছাড়া, দলের প্রায় সব ব্যাটাররা ছন্দে। এর সঙ্গে ক্যারিবিয়ান অল-রাউন্ডারের চোট বাড়তি সমস্যা তৈরি করেছে। হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে তিন উইকেট নিলেও চোট নিয়ে মাঠে ছেড়েছিলেন। ব্যাট হাতে এখনও বড় রানের মুখ দেখেনি রাসেল।

আরও পড়ুন: ব্যর্থ রিঙ্কু-রানার ইনিংস, ব্রুকের ব্যাটে নন্দনকানন নিজামের

যদিও নাইট অধিনায়ক নীতিশ রানা তাঁর দলের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের হয়ে ব্যাট ধরেছেন। তাঁর মতে, "রাসেল চোট পেলে ব্যাট করতে পারতেন না। প্রচণ্ড গরমে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে পায়ের পেশিতে টান ধরেছিল। চোট এবং পায়ের পেশির টান এক নয়। আমার দলে ওর ভূমিকা অল-রাউন্ডারের। ব্যাট হাতে কিছু না-করলেও বল হাতে ভূমিকা নিয়েছেন। আর ব্যাট হাতে নিজের দিনে রাসেল কি করতে পারেন আমরা সবাই জানি।" এবার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে ক্রিকেট মানেই বাড়তি কিছু। শেষ দুটো ম্যাচে নাইটরা দুশোর বেশি রান তুলেছে। অধিনায়ক নীতিশ রানা ছন্দে। রিঙ্কু সিং বুঝিয়েছেন, তিনি ওয়ান ম্যাচ ওয়ান্ডার নন। যা মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে স্বস্তি দেবে।

একাদশে বেশ কয়েকজন ব্যাটার ছন্দে থাকার পাশাপাশি ডাগ-আউটে রয়েছেন জেসন রয় এবং লিটন দাস। দু'জনেই মাঠে নামতে তৈরি। অন্যদিকে বল হাতে নাইটরা যেকোনও প্রতিপক্ষের ঘুম ছুটিয়ে দিতে পারে। ইতিমধ্যেই বলা হচ্ছে, বরুন চক্রবর্তী, সুনীল নারিন, সুহাস শর্মা সম্বলিত কেকেআর স্পিন আক্রমণ সেরা। মুম্বইয়ের বিরুদ্ধে তিন স্পিনার নীতিশ রানার দলের শক্তি। উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুররা হায়দরাবাদের বিরুদ্ধে ব্যর্থ। যদিও এসব পাত্তা দিচ্ছেন না নাইট অধিনায়ক। তার মতে শুক্রবারের ইডেনে বোলিং ব্যর্থতা 'ওয়ান ব্যাড ডে অ্যাট দ্য অফিস'। তাই ইডেনের ব্যর্থতার ধাক্কা ভুলে আরব সাগরের তীরে জয়ের সূর্যোদয় চায় কলকাতা নাইট রাইডার্স।

ABOUT THE AUTHOR

...view details