পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

KKR vs SRH : গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্সকে অল্প রানে বেঁধে রাখল নাইটরা - সানরাইজার্স হায়দরাবাদ

সুনীল নারাইন ও শাকিব আল হাসানের সাঁড়াশি স্পিন আক্রমণে নাস্তানাবুদ সানরাইজার্স ব্যাটররা ৷ নাইটদের সামনে রানে-বলের টার্গেটও দিতে পারলেন না হায়দরাবাদের ব্যাটাররা ৷ চতুর্দশ আইপিএলে প্রথমবার সুযোগ পেয়ে দারুণভাবে তা কাজে লাগালেন কেকেআর-এর বাংলাদেশী অল-রাউন্ডার ৷

KKR vs SRH
গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্সকে অল্প রানে বেঁধে রাখল নাইটরা

By

Published : Oct 3, 2021, 9:12 PM IST

Updated : Oct 3, 2021, 9:35 PM IST

দুবাই, 3 অক্টোবর : প্রথম 11টি ম্যাচে 9টি হেরে চতুর্দশ আইপিএলে আগেই ভবলীলা সঙ্গ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ৷ রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁদের লড়াই শুধুই সম্মানের ৷ কিন্তু নাইটদের জন্য এই ম্যাচ অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ম্যাচ হারলেই কেকেআর-এর প্লে-অফের আশা কার্যত শেষ হবে যাবে ৷ এই অবস্থায় রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্সকে 115 রানে বেঁধে রেখে ইয়ন মরগ্যানকে অক্সিজেন দিলেন নাইট বোলাররা ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লিগ তালিকার 'লাস্ট বয়' সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ কিন্তু নাইট বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই দিশেহারা হায়দরাবাদের ব্যাটারারা ৷ ইনিংসের দ্বিতীয় বলেই ঋদ্ধিমান সাহাকে ফিরিয়ে নাইটদের দারুণ শুরু দেন টিম সাউদি ৷ এর পর হায়দরাবাদের ব্যাটাররা আয়ারাম-গয়ারামের খাতায় নাম লেখান ৷

পাওয়ার প্লে-তে 2 উইকেট হারিয়ে মাত্র 35 রান তোলে সানরাইজার্স ৷ ম্যাচের সময় যত এগিয়েছে, আরও খারাপ হয়েছে হায়দরাবাদের স্কোরকার্ড ৷ জেসন রয়, কেন উইলিয়ামসন, অভিষেক শর্মারা একের পর এক ডাগ-আউটে ফিরে যান ৷ এক সময় মনে হচ্ছিল স্কোরবোর্ডে একশো রানও যোগ করতে পারবে না হায়দরাবাদ ৷ শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 115 রান তোলে সানরাইজার্স ৷ সর্বোচ্চ 26 রান করেন ক্যাপ্টেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আব্দুল সামাদের 25 রান ৷ 18 বলে তিনটি ছয় মারেন তিনি ৷

আরও পড়ুন :রুদ্ধশ্বাস লড়াই জিতে প্লে-অফে বিরাটরা

উইকেট না-পেলেও টি-20 ক্রিকেটে কৃপণ বোলিংয়ের দৃষ্টান্ত রাখেন নারাইন ৷ 4 ওভারে মাত্র 12 রান খরচ করেন তিনি ৷ চলতি আইপিএলে প্রথমবার সুযোগ পেয়ে বল হাতে নজর কাড়েন শাকিব ৷ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে একটি উইকেট নেন তিনি ৷ টিম সাউদি, শিভম মাভি ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন ৷

Last Updated : Oct 3, 2021, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details