পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Final 2023: ফিরে দেখা গত 15 বছরের আইপিএল চ্যাম্পিয়নদের কাহিনি - Chennai Super Kings

16 তম সিজনের আইপিএল-এর আজ যবনিকা পতন হবে ৷ কে হবে এই সিজনের চ্যাম্পিয়ন ? তা জানতে আরও কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তার আগে দেখে নেওয়া যাক গত 15 সিজনের চ্যাম্পিয়নদের কাহিনী ৷

IPL Final 2023 ETV BHARTA
IPL Final 2023

By

Published : May 28, 2023, 6:52 PM IST

হায়দরাবাদ, 28 মে: আজ আইপিএল ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স ৷ 15 বছরের ইতিহাসে এটা 16 তম ফাইনাল ৷ যে টুর্নামেন্টের সূচনা হয়েছিল 8টি শহরের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে ৷ আজ সেই টুর্নামেন্ট 10 দলের ৷ মাঝে একাধিক দল এসেছিল, আবার চলেও গিয়েছে ৷ দেখে নেওয়া যাক সেই বিগত বছরগুলির চ্যাম্পিয়নদের ৷

আইপিএল 2008

প্রথম বছরেই আইপিএল জগতে নিজেদের দাপট দেখিয়েছিল রাজস্থান রয়্যালস ৷ শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস লিগের এক নম্বর দল হিসেবে টুর্নামেন্টের তৎকালীন সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল ৷ ফাইনালেও সেরা দলের মতোই পারফর্ম করে প্রথমবারের চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস ৷ ম্যাচের সেরা হয়েছিলেন রাজস্থানের ইউসুফ পাঠান এবং টুর্নামেন্ট সেরা হন শেন ওয়াটসন ৷

আইপিএল 2009

দ্বিতীয় সিজনেই আইপিএল দেশের বাইরে চলে যায় ৷ কারণ, সেই সময় লোকসভা নির্বাচনের কারণে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে, টুর্নামেন্ট দেশে আয়োজন করা যায়নি ৷ তাই দক্ষিণ আফ্রিকায় সেই বছরের মতো আইপিএল-এর আসর বসে ৷ এবার ফাইনালে ওঠে 2008 সালের টেবিলের সবচেয়ে নিচে থাকা দু’টি দল ৷ ডেকান চার্জাস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আরসিবি-র বিরুদ্ধে 6 রানে ম্যাচ জেতে ডেকান চার্জাস ৷ ম্যাচের সেরা হন আরসিবি অধিনায়ক অনীল কুম্বলে ৷ আর টুর্নামেন্ট সেরা হন ডেকান চার্জাসের অ্যাডাম গিলক্রিস্ট ৷

আইপিএল 2010

তৃতীয় এডিশনে আইপিএল ফের একবার ঘরের মাঠে ফিরে আসে ৷ এবার ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ সচিন তেন্ডুলকরের নেতত্ব মুম্বইয়ের প্রথম ফাইনাল ছিল এটি ৷ অন্যদিকে, দ্বিতীয়বার ধোনির নেতৃত্বে ফাইনালে ওঠে সিএসকে ৷ প্রথমবছর রানার-আপ থাকার আক্ষেপ মিটিয়ে 2010 সালে প্রথম আইপিএল ট্রফি ওঠায় চেন্নাই সুপার কিংস ৷ ম্যাচের সেরা হন সুরেশ রায়না এবং টুর্নামেন্ট সেরা হন সচিন তেন্ডুলকর ৷

আইপিএল 2011

চতুর্থ সিজনেও চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷ আর এবার তাদের প্রতিপক্ষ ছিল আরসিবি ৷ এই ম্যাচের সেরা ছিলেন মুরলী বিজয় এবং টুর্নামেন্টের সেরা হন ক্রিস গেল ৷

আইপিএল 2012

সিজন-5 এ নতুন চ্যাম্পিয়ন পেল আইপিএল ৷ প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়নের খেতাব কলকাতা নাইট রাইডার্সের মাথায় ৷ তাও আবার টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়ে ৷ ফাইনাল ম্যাচের সেরা হয়েছিলেন, মনবিন্দর সিং বিসলা এবং টুর্নামেন্টের সেরা হন মিস্ট্রি স্পিনার সুনীল নারাইন ৷

আইপিএল 2013

ষষ্ঠ সিজনেও নতুন চ্যাম্পিয়ন পায় আইপিএল ৷ এবার খেতাব ওঠে মুম্বই ইন্ডিয়ান্সের মাথায় ৷ প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস ৷ এ নিয়ে মোট 4 বার পরপর ফাইনাল খেলে সিএসকে ৷ এটি সচিনের শেষ বছর ছিল আইপিএল-এ ৷ প্রথমবছর অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই মুম্বইকে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা ৷ ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন কায়রন পোলার্ড ৷ আর টুর্নামেন্ট সেরা হন শেন ওয়াটসন ৷

আইপিএল 2014

সপ্তম সিজনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৷ প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই বলেছিল ‘ফ্লুক’ ৷ কিন্তু, 2014 সালে দুবাইতে লিগের প্রথম ধাপে পিছিয়ে থাকার পর, দ্বিতীয় ধাপে ঘরের মাঠে দুর্দান্তভাবে কামব্যাক করে চ্যাম্পিয়ন হয় কেকেআর ৷ কিংস ইলেভেন পঞ্জাবকে 3 উইকেটে হারিয়ে ৷ ম্যাচের সেরা হয়েছিলেন মণীশ পান্ডে এবং টুর্নামেন্টের সেরা হন পঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল ৷

আইপিএল 2015

এবার একটা নতুন ট্রেন্ড চালু হয় ৷ একবছর বাদ দিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিততে শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিতের নেতৃত্বে ফের চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এমআই পলটনরা ৷ ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা এবং টুর্নামেন্টের সেরা কেকেআর-এর আন্দ্রে রাসেল ৷

আরও পড়ুন: মোতেরায় মুখোমুখি চেন্নাই-গুজরাত, ষষ্ঠদশ আইপিএলের শিরোপা কার মাথায়; অপেক্ষা মাত্র কয়েকঘণ্টার

আইপিএল 2016

এবারের চ্যাম্পিয়ন শহর হায়দরাবাদ হলেও, ফ্র্যাঞ্চাইজি বদলে গিয়েছিল ৷ 2009 সালের হায়দরাবাদ ডেকান চার্জাস বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ ৷ ফাইনালে টুর্নামেন্টের সেরা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল এসআরএইচ ৷ বিরাট কোহলির আরসিবি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেভিড ওয়ার্নারের দল ৷ ম্যাচের সেরা হন বেন কাটিং এবং টুর্নামেন্টের সেরা বিরাট কোহলি ৷

আইপিএল 2017

ম্যাচ গড়াপেটার কারণে 2 বছরের জন্য বহিষ্কার হওয়া সিএসকে-এর বদলে আসা রাইজিং পুনে সুপার জায়ান্টসকে হারিয়ে সিজন-10 এ ফের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ৷ তৃতীয়বার খেতাব আরব সাগরের পাড়ে যায় রোহিতের হাত ধরে ৷ ফাইনালে সেরা হন ক্রুণাল পান্ডিয়া ৷ টুর্নামেন্টের সেরা ছিলেন বেন স্টোকস ৷

আইপিএল 2018

2011 সালের পর দীর্ঘ 6 বছরের অপেক্ষার পর ফের চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস ৷ এবারের চ্যাম্পিয়ন খেতাবের স্বাদ একটু আলাদা ছিল ৷ কারণ, 2 বছরের নির্বাসন কাটিয়ে ফিরছিল সিএসকে ৷ আর সেই সঙ্গে এমএস ধোনির দলের নতুন নামও হয়েছিল- ‘ড্যাডিস আর্মি’ ৷ দলের অধিকাংশ ক্রিকেটার এমনকি ধোনিও তখন ‘এ প্রাউড ফাদার’ ৷ সানরাইজার্স হায়দরাবাদকে হারায় তারা ৷ ম্যাচের সেরা হন শেন ওয়াটসন ৷ আর টুর্নামেন্টের সেরা কেকেআর-এর সুনীল নারাইন ৷

আইপিএল 2019

এবারের ফাইনাল ছিল আইপিএল ক্লাসিকো ৷ টুর্নামেন্টের ইতিহাসের সেরা দুই দলের টক্কর ৷ সিএসকে বনাম এমআই ৷ এবার আর খেতাব ধরে রাখতে পারেনি সিএসকে ৷ চতুর্থবার কাপ জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ম্যাচের সেরা হন জসপ্রীত বুমরা ৷ আর টুর্নামেন্টের সেরা হন কেকেআর-এর আন্দ্রে রাসেল ৷

আইপিএল 2020

এবারের আইপিএল ছিল সবচেয়ে আলাদা ৷ ক্রিকেট খেলার প্রাণ, তার দর্শক মাঠে ছিল না ৷ করোনা পরিস্থিতিতে বায়ো-বাবলে দুবাইয়ের মাঠে হয় টুর্নামেন্ট ৷ তাও আবার অক্টোবর-নভেম্বর মাসে ৷ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পঞ্চমবার তথা টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার খেতার জেতার রেকর্ড করে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই ফাইনালে ম্যাচের সেরা ছিলেন ট্রেন বোল্ট এবং টুর্নামেন্টের সেরা রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার ৷

আইপিএল 2021

এবারে টুর্নামেন্ট ঘরের মাঠে শুরু হলেও, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় মাঝপথে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট ৷ তবে, ফের অক্টোবরে দুবাইয়ে বায়ো-বাবলে শুরু হয় দ্বিতীয় ধাপের খেলা ৷ সেখানে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস ৷ এবার প্রতিপক্ষ ছিল 7 বছর পর ফাইনালে ওঠা কলকাতা নাইট রাইডার্স ৷ ম্যাচের সেরা হয়েছিলেন ফাফ ডু প্লেসিস এবং টুর্নামেন্টের সেরা হন আরসিবি-র হার্শল প্যাটেল ৷

আইপিএল 2022

এবারের আইপিএল-এর বিশেষত্ব ছিল ৷ 2010 সালের পর ফের এই টুর্নামেন্ট 10 দলে খেলা শুরু হয় ৷ নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসে গুজরাত টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস ৷ আর অভিষেকেই নিজেদের দাপট দেখায় হার্দিক পান্ডিয়ার গুজরাত জায়ান্টাস ৷ রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্রথম বছরে চ্যাম্পিয়ন ৷ ফাইনালে সেরা হন অধিনায়ক হার্দিক এবং টুর্নামেন্টের সেরা রাজস্থানের জস বাটলার ৷ তবে, এবারেও ঘরের মাঠে সব দল খেলতে পারেনি করোনার আশঙ্কায় ৷

আইপিএল 2023

সিজন-16’র ফাইনাল ম্যাচ আজ ৷ যেখানে টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস এবং গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে ৷ জিটি নামছে নিজেদের খেতাব ধরে রাখতে ৷ আর ধোনির নেতৃত্বে সিএসকে নামবে হৃত সম্মান পুনরুদ্ধারে ৷ আবার এই ম্যাচে গুরু-শিষ্যের দ্বৈরথও ৷ একদিকে গুরু মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর প্রতিপক্ষ শিষ্য হার্দিক পান্ডিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details