পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিলামে জাহির খান প্যাডেল তোলায় চোখের জল ধরে রাখতে পারিনি :যুধবীর সিং - MI's Yudhvir Charak

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেন যুধবীর ৷ এছাড়া আরও একাধিক বয়স ভিত্তিক টুর্নামেন্টে হায়দরাবাদে অংশ নিয়েছিলেন তিনি ৷ তাঁকে তাঁর বেস প্রাইস 20 লাখ টাকায় তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স ৷

যুধবীর সিং
যুধবীর সিং

By

Published : Apr 17, 2021, 3:15 PM IST

মুম্বই, 17 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র নিলামে তাঁর নাম ডাকার পর জাহির খান প্যাডেল তোলায় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি যুধবীর সিং চরক ৷ একথা আজ নিজেই জানান মুম্বই ইন্ডিয়ানের তরুণ পেসার ৷

মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার হ্যান্ডেলে আজ একটি ভিডিয়ো প্রকাশ করা হয় ৷ সেখানে যুধবীর সিং বলেন, ‘‘ আমি জানতাম আমার নাম নিলামে এলে সেটা একেবারে শেষ দিকে আসবে ৷ যদি নাও আসত, তাহলেও ঠিক ছিল ৷ আমি, আমার পরিবারের সবাই টিভির দিকে তাকিয়ে বসেছিলাম ৷ তারপর আমার নাম এল ও জাহির স্য়ার প্য়াডেল তুললেন ৷ আমার গাল বেয়ে অশ্রুধারা বয়ে যায় ৷ আমি খুশিতে কান্না ধরে রাখতে পারছিলাম না ৷’’

তিনি আরও বলেন, ‘‘ আমি কথায় বলে বোঝাতে পারব না অনুভূতিটা কেমন ছিল ৷ এটা আমার ও আমার রাজ্য়ের জন্য একটি বড় ডিল ছিল ৷ জম্মু ও কাশ্মীরের আমার সতীর্থরা আমাকে নিয়ে বড় আশা করে আছে ৷ তাঁদের আশা আমি ম্যাচে খেলব ও ভাল ফল করে রাজ্যের নাম অন্য উচ্চতায় নিয়ে যাব ৷’’ মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট বোলার হিসেবেও গত আইপিএলে আরব আমিরশাহিতে গিয়েছিলেন যুধবীর ৷

আরও পড়ুন :টি-20 বিশ্বকাপ 2021’র ভেনু বাছল বিসিসিআই, ফাইনাল হবে আমেদাবাদে

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেন যুধবীর ৷ এছাড়া আরও একাধিক বয়স ভিত্তিক টুর্নামেন্টে হায়দরাবাদে অংশ নিয়েছিলেন তিনি ৷ তাঁকে তাঁর বেস প্রাইস 20 লাখ টাকায় তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স ৷ যুধবীর সিংকে দলে নেওয়া প্রসঙ্গে জাহির বলেন, ‘‘ আমরা যুধবীরকে দলে নিয়েছি ৷ আমরা সামনের দিকে তাকাচ্ছি ৷ আমাদের পরিবেশে সবাই উপকৃত হচ্ছে ৷ আমরা তরুণদের এই পরিবেশ উপভোগ করার জন্য উৎসাহ দিই ৷ মুহূর্তটাকে উপভোগ করো ও শেখো ৷’’

ABOUT THE AUTHOR

...view details