পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবচেয়ে দামি ক্রিস মরিস থেকে মুম্বইয়ে সচিন-পুত্র, একনজরে আইপিএল নিলাম - আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ টানটান উত্তেজনার এই প্রতিযোগিতার নিলামও কিন্তু কম আকর্ষণীয় নয়৷ কোন দল, কোন ক্রিকেটারকে নেবে বা কার ভাগ্যে দলই জুটবে না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ থাকে চূড়ান্ত৷ যা বৃহস্পতিবার দেখা গেল চেন্নাইয়ে৷

সবচেয়ে দামি ক্রিস মরিস থেকে মুম্বইয়ে সচিন-পুত্র, একনজরে আইপিএল নিলাম
সবচেয়ে দামি ক্রিস মরিস থেকে মুম্বইয়ে সচিন-পুত্র, একনজরে আইপিএল নিলাম

By

Published : Feb 18, 2021, 11:07 PM IST

চেন্নাই, 18 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ টানটান উত্তেজনার এই প্রতিযোগিতার নিলামও কিন্তু কম আকর্ষণীয় নয়৷ কোন দল, কোন ক্রিকেটারকে নেবে বা কার ভাগ্যে দলই জুটবে না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ থাকে চূড়ান্ত৷ যা বৃহস্পতিবার দেখা গেল৷

এদিন চেন্নাইতে বসেছিল 2021 সালের আইপিএলের নিলামের আসর৷ দুপুর তিনটে নাগাদ শুরু হওয়া এই নিলামও টি-20 ম্যাচের থেকে কম উত্তেজক ছিল না৷ বিশেষ করে যখন গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি চলছি ধোনি ও বিরাটের দলের মধ্যে৷ শেষপর্যন্ত যদিও ম্যাক্সওয়েলকে দলে নিতে সক্ষম হয়েছে বিরাটের আরসিবি৷ তাঁর জন্য বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজি খরচ করল 14.25 কোটি টাকা৷

আবার অন্যদিকে স্টিভ স্মিথের মতো আন্তর্জাতিক তারকা বেস প্রাইস থেকে মাত্র 20 লক্ষ টাকা বেশি দরে বিক্রি হলেন দিল্লি ক্যাপিটালসে৷ অ্যারন ফিঞ্চ, জেসন রয়, শেল্ডন কটরেল, ড্যারেন ব্রাভোদের মতো তারকারা আবার দলই পেলেন না৷

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার কলকাতার দলে খেলবেন৷ তাঁর আইপিএল কেরিয়ার শুরুও হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দিয়ে৷ বলা যায় পুরনো দলেই তিনি এবার ফিরছেন৷ অন্যদিকে নিলামে অবিক্রিত থাকলেও পরে হরভজন সিংকে নিয়ে নিয়ে কলকাতা নাইট রাইডার্স৷ তাই ভাজ্জি এবার তাঁর পয়া ইডেনকেই ঘরের মাঠ হিসেবে পেতে চলেছেন৷

আরও পড়ুন :আইপিএল নিলামে রেকর্ড গড়ে 16.25 কোটি টাকায় রাজস্থানে ক্রিস মরিস

আর এবারের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হতে চলেছেন ক্রিস মরিস৷ তাঁকে রাজস্থান রয়্যালস কিনল 16.25 কোটি টাকা দিয়ে৷ জে রিচার্ডসনকে পঞ্জাব কিংস কিনেছে 14 কোটি টাকা দিয়ে৷ এছাড়া শাহরুখ খানকে কিনে নিল প্রীতি জিন্টার পঞ্জাব৷ তাঁর বেস প্রাইস 20 লক্ষ টাকা থাকলেও তাঁকে 5.25 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে পঞ্জাব কিংস৷ অন্যদিকে মুম্বই কিনে নিয়েছে জুনিয়র তেন্ডুলকরকে৷ অর্জুনকে 20 লক্ষ টাকায় কিনল মুম্বইয়ের দল৷

ABOUT THE AUTHOR

...view details