চেন্নাই, 18 ফেব্রুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ৷ টানটান উত্তেজনার এই প্রতিযোগিতার নিলামও কিন্তু কম আকর্ষণীয় নয়৷ কোন দল, কোন ক্রিকেটারকে নেবে বা কার ভাগ্যে দলই জুটবে না, তা নিয়েও সমর্থকদের আগ্রহ থাকে চূড়ান্ত৷ যা বৃহস্পতিবার দেখা গেল৷
এদিন চেন্নাইতে বসেছিল 2021 সালের আইপিএলের নিলামের আসর৷ দুপুর তিনটে নাগাদ শুরু হওয়া এই নিলামও টি-20 ম্যাচের থেকে কম উত্তেজক ছিল না৷ বিশেষ করে যখন গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি চলছি ধোনি ও বিরাটের দলের মধ্যে৷ শেষপর্যন্ত যদিও ম্যাক্সওয়েলকে দলে নিতে সক্ষম হয়েছে বিরাটের আরসিবি৷ তাঁর জন্য বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজি খরচ করল 14.25 কোটি টাকা৷
আবার অন্যদিকে স্টিভ স্মিথের মতো আন্তর্জাতিক তারকা বেস প্রাইস থেকে মাত্র 20 লক্ষ টাকা বেশি দরে বিক্রি হলেন দিল্লি ক্যাপিটালসে৷ অ্যারন ফিঞ্চ, জেসন রয়, শেল্ডন কটরেল, ড্যারেন ব্রাভোদের মতো তারকারা আবার দলই পেলেন না৷