পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Yuzi Chahal's Spine Chilling Story : মদ্যপ আরসিবি ক্রিকেটার 16 তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দিয়েছিলেন, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন চাহাল - IPL 2022

মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন তাঁকে হোটেলের ব্যালকনি থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন যুজবেন্দ্র চাহাল ৷ আরসিবি’র এক ক্রিকেটার মদ্যপ অবস্থায় এ কাজ করেছিলেন বলে জানালেন তিনি (Drunk RCB Cricketer Hung Yuzvendra Chahal from 15th Floor Balcony) ৷ আরসিবি ছেড়ে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে সেই অভিজ্ঞতার কথা শোনালেন এই লেগ স্পিনার ৷

Drunk RCB Cricketer Hung Yuzvendra Chahal from 15th Floor Balcony
Drunk RCB Cricketer Hung Yuzvendra Chahal from 15th Floor Balcony

By

Published : Apr 8, 2022, 11:42 AM IST

মুম্বই, 8 এপ্রিল : টিম হোটেলের 16 তলার ব্যালকনি থেকে যুজবেন্দ্র চাহালকে ঝুলিয়ে দিয়েছিলেন এক আরসিবি ক্রিকেটার (Drunk RCB Cricketer Hung Yuzvendra Chahal from 15th Floor Balcony) ৷ এমনই ভয়ঙ্কর ঘটনার প্রকাশ্যে আনলেন বর্তমান রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার ৷ জানালেন, ওই ক্রিকেটার সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন ৷ আর ঘটনাটি ঘটেছিল 2013 সালে ৷ যখন তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন ৷ আর তার পরের মরশুমেই আরসিবি ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন চাহাল ৷ তবে, সেই ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাননি ইন্ডিয়ান লেগি ৷

রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং করুণ নায়ার, তিন ভারতীয় ক্রিকেটার নিজেদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর অনুভূতির কথা শুনিয়েছেন ৷ সেখানেই চাহাল তাঁর জীবনহানি হতে পারত এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ৷

চাহাল জানান, 2013 সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় এই ঘটনাটি ঘটেছে ৷ বেঙ্গালুরুতে ম্যাচের পর টিম হোটেলে দুই দলের মধ্যে গেট টুগেদার হয়েছিল ৷ সেখানেই এক আরসিবি ক্রিকেটার অনেকক্ষণ ধরে তাঁকে দেখছিলেন ৷ কিছুক্ষণ পর তিনি চাহালকে নিজের কাছে ডাকেন ৷ ভারতীয় লেগ স্পিনার জানিয়েছেন, ওই ক্রিকেটার মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তিনি চাহালকে হোটেল রুমের ব্যালকনিতে নিয়ে যান ৷ সেখানে ওই ক্রিকেটার চাহালকে 16 তলার ব্যালকনি থেকে নিচে ঝুলিয়ে দেন ৷

আরও পড়ুন : IPL 2022 : ডি’ককের ব্যাটিং ঝড়ে পর্যুদস্ত ঋষভের দিল্লি, 6 উইকেটে জয় সুপার জায়েন্টসের

ওই মুহূর্তের কথা বলতে গিয়ে চাহাল জানান, তিনি ওই ক্রিকেটারের গলা ধরে ঝুলে পড়েছিলেন ৷ কোনও মতে যদি, তাঁর বা ওই ক্রিকেটারের হাত স্লিপ হত, তবে তাঁর প্রাণহানিও ঘটতে পারত বলে ভিডিয়োতে বলেন যুজবেন্দ্র চাহাল ৷ তবে, ওই রুমে উপস্থিত বাকিরা দ্রুত ব্যালকনিতে যান এবং পরিস্থিতি সামাল দেন ৷ চাহাল সেই সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ৷ তাঁর চোখেমুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয় ৷ তিনি এও জানান, ওই ঘটনার পর থেকে তিনি একটা শিক্ষা পেয়েছেন ৷ কোথাও গেলে নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে এবং সতর্ক ও দায়িত্বশীল হতে হবে ৷

আরও পড়ুন : Pat Cummins Fastest Fifty : চার-ছক্কার ঝড়, কোটিপতি লিগে দ্রুততম অর্ধ শতরান কামিন্সের

পুরো বিষয়টি হাসতে হাসতে সমর্থকদের কাছে তুলে ধরলেও, বিষয়টি হেসে উড়িয়ে দেওয়ার নয় ৷ যুজবেন্দ্র চাহাল ওই ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাননি ৷ কিন্তু, এ নিয়ে সেই সময় আরসিবি বা মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি বা কেন কোনও পদক্ষেপ নেয়নি এবং আইপিএল কমিটিকে রিপোর্ট দেয়নি, সেই প্রশ্ন উঠছে ৷ পুরো ঘটনায় দুই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে ৷ কারণ, এভাবে একজনকে 16 তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ ৷ কেন ওই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তুলেছেন ক্রিকেট অনুরাগীরা ৷ পাশাপাশি, এও প্রশ্ন উঠেছে যে, মদ্যপ সেই ক্রিকেটার কি নামী কেউ ? আর সেই কারণেই বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছে ? বিষয়টি প্রকাশ্যে আসার পর আইপিএল কমিটি তথা বিসিসিআই এ নিয়ে কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার !

ABOUT THE AUTHOR

...view details