দুবাই, 19 সেপ্টেম্বর : রোহিতহীন মুম্বই ইন্ডিয়ান্সে স্বপ্নের শুরু ৷ মরু শহরের প্রথম ম্যাচেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুরন্ত বোলিংয়ে শুরুতেই ব্যাকফুটে ধোনি অ্যান্ড কোং ৷ পাওয়ার প্লে-তে মাত্র 24 রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সুপার কিংস ইনিংসকে টেনে তোলার মরিয়া চেষ্টা করেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড ও বাঁ-হাতি অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন সুপার কিংস-কে শতরানের গণ্ডি টপকাতে সাহায্য করেন রুতুরাজ ৷ তাঁকে যোগ সঙ্গ দেন জাদেজা ও ডোয়েন ব্র্যাভো ৷ 88 রানের অপরাজিত ইনিংস খেলে একা কুম্ভের মতো লড়াই করেন সিএসকে ওপেনার রুজরাজ ৷ জাদেজার 33 বলে 26 এবং ব্র্যাভোর 8 বলে 23 রানের ব্য়াটিং ঝড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে 157 রানের লক্ষ্যমাত্রা রাখে চেন্নাই সুপার কিংস ৷
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেন সিএসকে ক্যাপ্টেন ধোনি ৷ সুপার কিংসের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্য এনে দেন । প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে ফর্মে থাকা ফ্যাফ ডু'প্লেসিসকে ডাগ-আউটে ফেরান তিনি ৷ মাত্র 3 বল খেলে খাতা খোলার আগেই অ্যাডাম মিলিনের হাতে ধরা পড়েন প্রোটিয়া তারকা। 1 রানে প্রথম উইকেট হারায় সিএসকে।