আবু ধাবি , 1 নভেম্বর : কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নয় উইকেটের দুরন্ত জয়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । রবিবার ধোনি বলেন, পরের বছরের টুর্নামেন্টের জন্য দলের কোর পরিবর্তন করার সময় এসেছে । এবং পরবর্তী প্রজন্মের হাতে দল তুলে দেওয়ার এটাই সেরা সময় ।
পঞ্জাবের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু প্লেসিসে যথাক্রমে 62 এবং 48 এর দুরন্ত ইনিংস খেলেন । এই দুজনের দাপটে আবু শেখ জায়েদ স্টেডিয়ামে 9 উইকেটে কিংস ইলেভেন পঞ্জাবকে হারায় চেন্নাই ।
চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে IPL এর প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে পঞ্জাব । কে এল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাব 14 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে এবারের IPL অভিযান শেষ করেছে । এদিকে চেন্নাইও 14 ম্যাচে 12 পয়েন্ট তুলেছে ।
ধোনি বলেছেন , "এটা একটি কঠিন মরশুম ছিল । আমরা অনেক ভুল করেছি । শেষ চারটি ম্যাচে আমরা ঠিক মত খেলেছি । দলের খেলোয়াড়দের জন্য আমি গর্বিত । কারণ আপনি যদি 7-8 ম্যাচে পিছিয়ে থাকেন, সেখান থেকে ফিরে আসা সত্যিই কঠিন হয়ে ওঠে । আগামী মরশুমের আগে দলে বড় পরিবর্তন দরকার । আগামী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই ঠিক সময় । "