দুবাই, 23 অক্টোবর : জ়োফরা আর্চারকে ইনিংসের শুরুতেই তাঁর তৃতীয় ওভার না দেওয়া ভুল হয়েছে ৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের সঙ্গে 8 উইকেটে ম্যাচ হারার পর আপশোশ রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথের ৷ বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে এক তরফা ম্যাচ জিতে বেরিয়ে যায় সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ যে ম্যাচে মণীশ পান্ডে 87 নট আউট এবং বিজয় শংকর 52 রানে নট আউট থাকেন ৷ ম্যাচের পর হার নিয়ে রাজস্থান অধিনায়ক বলেন, জ়োফরা আর্চারকে তৃতীয় ওভার দেওয়া নিয়ে তিনি দলের অন্য়ান্য়দের সঙ্গে কথা বলেছিলেন ৷ তবে, স্মিথ নিজের সিদ্ধান্তে জ়োফরাকে বল দেননি ৷ আর সেখানেই ভুল করেছেন বলে জানান অজ়ি ক্রিকেটার ৷
ইনিংসের শুরুতে আর্চারকে তৃতীয় ওভার করানো উচিত ছিল : স্টিভ স্মিথ
স্মিথ জ়োফরা আর্চারকে হায়দরাবাদের ইনিংসের 12 তম ওভারে আবার ফিরিয়ে আনেন ৷ তবে, ততক্ষণে অনেক দেরি করে ফেলেন স্টিভ স্মিথ ৷ সে সময় মণীশ ও বিজয় দুই ব্যাটসম্য়ানই ক্রিজ়ে সেট হয়ে গিয়েছেন ৷
আর্চার তাঁর প্রথম দুই ওভারেই হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও উইকেট কিপার ব্যাটসম্যান জ়নি বেয়াস্টোকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ৷ এরপর হায়দরাবাদের ব্য়াটিংকে আবারও ট্র্যাকে ফিরিয়ে আনেন মণীশ পান্ডে ৷ তাঁকে যোগ্য় সঙ্গত দেন দলের অলরাউন্ডার বিজয় শংকর ৷ স্মিথ জ়োফরা আর্চারকে হায়দরাবাদের ইনিংসের 12 তম ওভারে আবার ফিরিয়ে আনেন ৷ তবে, ততক্ষণে অনেক দেরি করে ফেলেন স্টিভ স্মিথ ৷ সে সময় মণীশ ও বিজয় দুই ব্যাটসম্য়ানই ক্রিজ়ে সেট হয়ে গিয়েছেন ৷ এমনকী জ়োফরা আর্চারকে তাঁর ইনিংসের চতুর্থ ওভারে পরপর তিনটি চার মারেন বিজয় ৷ এরপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি রাজস্থান রয়্যালসের ৷
এই হারের জেরে রাজস্থান 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে ৷ এনিয়ে স্মিথের আপশোশ, তাঁদের দল কোনও ক্ষেত্রেই সঠিক পারফর্মেন্স করেনি ৷ এই মুহূর্তে তাঁদের সবক’টি ম্য়াচ জেতাই লক্ষ্য় বলে জানান স্মিথ ৷