আবু ধাবি, 6 সেপ্টেম্বর : মাসখানেকও হয়নি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট - প্যাড তুলে রেখেছেন । এবার কি IPL কেও বিদায় জানাত চাইছেন মহেন্দ্র সিং ধোনি ? চেন্নাই সুপার কিংসে মাহির সতীর্থ ডোয়েন ব্র্যাভো অন্তত তেমন ইঙ্গিতই দিয়েছেন ।
ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর কথা অনুযায়ী, ধোনি ইতিমধ্যেই CSK - এর যোগ্য অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছেন । ব্রাভো বলেছেন, "আমি জানি এটা (নতুন ক্যাপ্টেন) মাঝে মাঝেই ওর মাথায় ঘোরে । একটা সময় পর আমাদের সবাইকে সরে যেতে হবে । সরে যাওয়ার পর নেতৃত্ব রায়না নাকি অন্য কোনও তরুণ ক্রিকেটারের কাছে যাবে সেটাই দেখার ।"