পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেন্নাইয়ের নেতৃত্বের ব্যাটন তুলে দেবেন, উত্তরসূরী খুঁজছেন ধোনি - MS Dhoni already thinking about his successor at Chennai Super Kings confirms Dwayne Bravo

একটা সময় পর সবাইকে সরে যেতে হয়, বলেছেন ব্রাভো ।

Dhoni
Dhoni

By

Published : Sep 6, 2020, 6:27 PM IST

Updated : Sep 25, 2020, 6:00 PM IST

আবু ধাবি, 6 সেপ্টেম্বর : মাসখানেকও হয়নি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট - প্যাড তুলে রেখেছেন । এবার কি IPL কেও বিদায় জানাত চাইছেন মহেন্দ্র সিং ধোনি ? চেন্নাই সুপার কিংসে মাহির সতীর্থ ডোয়েন ব্র্যাভো অন্তত তেমন ইঙ্গিতই দিয়েছেন ।

ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর কথা অনুযায়ী, ধোনি ইতিমধ্যেই CSK - এর যোগ্য অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছেন । ব্রাভো বলেছেন, "আমি জানি এটা (নতুন ক্যাপ্টেন) মাঝে মাঝেই ওর মাথায় ঘোরে । একটা সময় পর আমাদের সবাইকে সরে যেতে হবে । সরে যাওয়ার পর নেতৃত্ব রায়না নাকি অন্য কোনও তরুণ ক্রিকেটারের কাছে যাবে সেটাই দেখার ।"

ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সেই সিদ্ধান্তের প্রভাব IPL - এ পড়বে না, বলেছেন ব্রাভো। তাঁর কথায়, "এখন ওকে লাখ লাখ মানুষের কথা ভাবতে হবে না । শুধু মাত্র CSK ছাড়া । তবে মানুষটা তো বদলায়নি । তাই চেন্নাইকে এতদিন যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেভাবেই দেবেন ।"

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার IPL জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস । IPL - এর এই অন্যতম সফল দলটি প্রথম সংস্করণ থেকেই ক্রিকেপ্রেমীদের ফেভারিট ।সেটা অবশ্য অনেক টাই ক্যাপ্টেন কুলের কারিশমার জন্য ।

Last Updated : Sep 25, 2020, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details