শারজা, 23 অক্টোবর : চেন্নাই সুপার কিংসের স্কোর বোর্ডের দিকে তাকালে ছয় ব্যাটসম্যানের রান এক নজরে মোবাইল নম্বর মনে হতেই পারে ৷ দলের প্রথম ছয় ব্যাটসম্যান সাজঘরে ফিরল 30 রানের মধ্যে ৷ শেষপর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে মাত্র 114 রান করল চেন্নাই ৷ ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এদিকে, শরীর খারাপ থাকায় আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামেননি মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর পরিবর্তে মুম্বই দলকে নেতৃত্ব দিলেন কাইরন পোলার্ড ৷
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিং করতে ডাকেন পোলার্ড ৷ শারজার 22 গজে শুরু থেকেই আগুন ঝরালেন দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷ ইনিংসের শেষ দিকে স্পিনেও ম্যাজিক দেখালেন রাহুল চাহার ৷
চেন্নাই ইনিংস শুরুর পঞ্চম বলেই বোল্টের বলে LBW হয়ে ফিরলেন রতুরাজ গাইকোয়াড় ৷ রানের খাতাই খুলতে পারেননি তিনি ৷ পরের ওভারেই আঘাত হানেন জসপ্রীত বুমরা ৷ তুলে নেন অম্বাতি রায়ড়ুর উইকেট ৷ উইকেট রক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 3 বলে করেন মাত্র 2 রান ৷ পরের বলেই নবাগত এন জগদীশানের উইকেট তুলে নেন বুমরা ৷