পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত বোলিং মুম্বইয়ের, 114 করল চেন্নাই - চেন্নাই সুপার কিংস

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিং করতে ডাকেন পোলার্ড ৷ শারজার 22 গজে শুরু থেকেই আগুন ঝরালেন দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷ ইনিংসের শেষ দিকে স্পিনেও ম্যাজিক দেখালেন রাহুল চাহার ৷

MI vs CSK
MI vs CSK

By

Published : Oct 23, 2020, 9:29 PM IST

শারজা, 23 অক্টোবর : চেন্নাই সুপার কিংসের স্কোর বোর্ডের দিকে তাকালে ছয় ব্যাটসম্যানের রান এক নজরে মোবাইল নম্বর মনে হতেই পারে ৷ দলের প্রথম ছয় ব্যাটসম্যান সাজঘরে ফিরল 30 রানের মধ্যে ৷ শেষপর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে নির্ধারিত 20 ওভারে মাত্র 114 রান করল চেন্নাই ৷ ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এদিকে, শরীর খারাপ থাকায় আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামেননি মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর পরিবর্তে মুম্বই দলকে নেতৃত্ব দিলেন কাইরন পোলার্ড ৷

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাটিং করতে ডাকেন পোলার্ড ৷ শারজার 22 গজে শুরু থেকেই আগুন ঝরালেন দুই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা ৷ ইনিংসের শেষ দিকে স্পিনেও ম্যাজিক দেখালেন রাহুল চাহার ৷

চেন্নাই ইনিংস শুরুর পঞ্চম বলেই বোল্টের বলে LBW হয়ে ফিরলেন রতুরাজ গাইকোয়াড় ৷ রানের খাতাই খুলতে পারেননি তিনি ৷ পরের ওভারেই আঘাত হানেন জসপ্রীত বুমরা ৷ তুলে নেন অম্বাতি রায়ড়ুর উইকেট ৷ উইকেট রক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ 3 বলে করেন মাত্র 2 রান ৷ পরের বলেই নবাগত এন জগদীশানের উইকেট তুলে নেন বুমরা ৷

নিজের দ্বিতীয় ওভার ও ইনিংসের তৃতীয় ওভারে ফাফ ডুপ্লেসির উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট ৷ ধোনি ও জাদেজা যখন ইনিংস ধরার চেষ্টা করছেন তখনই ফের উইকেটের পতন৷ এবার প্যাভিলিয়নে ফেরেন রবীন্দ্র জাদেজা ৷ তিনিও ট্রেন্ট বোল্টের শিকার হন ৷ পাওয়ার প্লের মধ্যেই 5 উইকেট হারায় চেন্নাই সুপার কিংস ৷ ইনিংসের সপ্তম ওভারে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর সংগ্রহ 16 বলে 16 রান ৷ রাহুল চাহারের প্রথম শিকার তিনি ৷ বেশিক্ষণ স্থায়ী হয়নি দীপক চাহারের ইনিংস ৷ পাঁচ বল খেলেই ফিরলেন দীপক ৷ তাঁর উইকেটও নিলেন রাহুল ৷

তবে চেন্নাই ইনিংসকে টানলেন স্যাম কুরান ৷ মূলত তাঁর ব্যাটিংয়ের উপর ভর করেই 114 রান করল চেন্নাই সুপার কিংস ৷ 47 বলে 52 রান করলেন কুরান ৷ প্রথমে শার্দূল ঠাকুরকে সঙ্গী করে দলের স্কোর বাড়িয়ে নিয়ে যান তিনি ৷ 20 বলে 11 রান করে ফিরলেন শার্দূল ৷ ইমরান তাহির করলেন 13 রান ৷

আজ মুম্বই পেসাররা ছিলেন দুরন্ত ছন্দে ৷ ট্রেন্ট বোল্ট 4 ওভারে 18 রান দিয়ে তুলে নিলেন 4টি উইকেট ৷ বুমরা নিলেন 2টি ৷ একটি উইকেট নিলেন কুল্টার নাইল ৷ স্পিনার রাহুল চাহার নিলেন 2টি উইকেট ৷

ABOUT THE AUTHOR

...view details