পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডাগ আউটে ফিরতে পেরে তৃপ্ত সৌরভ - delhi capitals

দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতা হিসেবে ফের ডাগ আউটে সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট প্রশাসক হয়েও মনটা যে সবুজ ঘাস টানে তা বোঝা গেল যখন বলেন, "মাঠে থাকতে তো সবসময় আমার ভালো লাগে।"

s

By

Published : Mar 28, 2019, 4:03 AM IST

কলকাতা, ২৮ মার্চ : দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতা হিসেবে ফের ডাগ আউটে সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট প্রশাসক হয়েও মনটা যে সবুজ ঘাস টানে তা বোঝা গেল যখন বলেন, "মাঠে থাকতে তো সবসময় আমার ভালো লাগে।" দিল্লি ক্যাপিট্যালসের দায়িত্ব নেওয়ার পরে সেভাবে সময় পাচ্ছেন না সৌরভ। ইডেনে IPL-এর খেলা শুরু হলেও তা দেখাশোনার জন্য টিম CAB-র ওপর নির্ভর করেছেন। গতকাল বিকেলে ইডেনে ঢুকলেও মাঠমুখো হননি। প্রশাসনিক কাজে ডুবে থাকলেন। তারই মাঝে ক্রিকেটের নয়া অভিজ্ঞতা নিয়ে কথা বললেন।

বিশ্বকাপে চার নম্বরে সৌরভের পছন্দ ঋষভ

সৌরভ দায়িত্ব নেওয়ার পরে ঋষভ পন্থ ছন্দে ফিরেছেন। চিরকালই দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যানকে পছন্দ সৌরভের। আসন্ন ক্রিকেট বিশ্বকাপে চার নম্বরে সৌরভের পছন্দ ঋষভ। সৌরভ বলেন, "মানসিকতা বদলেই ছন্দে ফিরেছে।" একইভাবে শিখর ধাওয়ানকে নিয়েও আশায় বুক বাঁধছেন। তিনি নিশ্চিত শিখর ধওয়ান বিশ্বকাপে ভালো খেলবে।

আইয়ারের নেতৃত্ব বা পন্টিংয়ের সঙ্গে কাজ করা নিয়ে এখনই কিছু বলতে নারাজ সৌরভ

সাউথ আফ্রিকার পেসার কাসিগো রাবাডাকেও ভাল লেগেছে। সৌরভ বলেন, "ফিরোজ শাহ কোটলার স্লো পিচেও ১৪৫ কিলোমিটার বেগে বল করছে। মাত্র তেইশ বছর বয়স ওর। সত্যিই অসাধারণ।" পাশাপাশি দিল্লির অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্ব পছন্দ হলেও আগাম মন্তব্য করতে চান না। একই ভাবে রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও আলাদা কিছু বলতে নারাজ। "রিকির সঙ্গে আগেও তো কাজ করেছি। তাছাড়া এই ভূমিকায় রিকি আমার চেয়ে অভিজ্ঞ," মন্তব্য সৌরভের।

খেলোয়াড়দের ডাগ আউটে বসে অফ দ্য ফিল্ড সামলাতে হয়। ইডেনে কলকাতা নাইট রাইডারস বনাম দিল্লি ক্যাপিট্যালস ম্যাচ রয়েছে। সেদিনও সৌরভ বসবেন ডাগ আউটে। ফের বঙ্গভঙ্গের আশঙ্কা। যা শুনে মুচকি হাসি CAB প্রেসিডেন্টের মুখে। আজ বিকেলে ফের দিল্লি টিমের সঙ্গে যোগ দেবেন। সৌরভ জানালেন নতুন অভিজ্ঞতা তাকে তৃপ্তি দিচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details