বেঙ্গালুরু, 6 এপ্রিল : ধুমধাড়াক্কা ব্যাটিংই বলা চলে। 13 বলে 48 রান ! যখন ম্যাচ হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে গেছে তখনই শুরু হল রাসেল ধামাকা। গতকাল সন্ধ্যায় কলকাতায় ঝড় উঠেছিল। প্রবল ঝড়ে উপড়েছে গাছ-পালা। আর রাতে রাসেল ঝড় উঠল বেঙ্গালুরুতে। তাতেই স্তব্ধ বিরাট কোহলির দল।
এদিন অবশ্য হারার মতো খেলেনি RCB। নির্ধারিত 20 ওভারে 205 রান তোলে তারা। ফর্ম ফিরে পান কোহলি। মাত্র 49 বলে 84 রান করেন। ইনিংসে ছিল 2টি ছয় ও 9টি চার। দুর্দান্ত ইনিংস খেলে যান ডি'ভিলিয়ার্সও। 32 বলে 63 রান করেন তিনি। শেষদিকে মার্কাস স্টোয়নিস 28 রানের ঝকঝকে ইনিংস খেলেন। নাইট বোলারদের মধ্যে আশাপ্রদ পারফরমেন্স কেউই করতে পারেননি।