পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দুরন্ত রাসেল, পান্ডিয়া ঝড়েও হার মুম্বইয়ের - kolkata knight riders

মুম্বইকে উড়িয়ে দিল কলকাতা৷

kkr

By

Published : Apr 28, 2019, 11:54 PM IST

কলকাতা, 28 এপ্রিল : 6 ম্যাচ পর জয়ের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স৷ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে 34 রানে হারাল KKR৷

প্রথমে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে নাইট রাইডার্স তোলে 232 রান৷ শুভমন গিল করেন 76 রান৷ 54 করেন ক্রিস লিন৷ 80 রান করেন আন্দ্রে রাসেল৷ একটি করে উইকেট নেন রাহুল চাহার ও হার্দিক পান্ডিয়া৷

জবাবে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ বড় রান করতে পারেননি৷ 91 রানে আউট হন তিনি৷ দুটি করে উইকেট নেন সুনীল নারিন, হ্যারি গুর্নেও আন্দ্রে রাসেল৷ একটি উইকেট নেন পীযূষ চাওলা৷

ABOUT THE AUTHOR

...view details