পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লর্ডসে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউদাম্পটনে - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

করোনা পরিস্থিতিকে মাথায় রেখে লর্ডসে নয় ৷ ভারত বনাম নিউজ়িল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনের ফাইনাল খেলা হবে সাউদাম্পটনের অ্যাজেস বোল স্টেডিয়ামে ৷ ভারতীয় বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এ কথা জানিয়েছেন ৷

wtc-final-between-india-and-new-zealand-will-be-played-in-southampton
লর্ডসে নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউথাম্পটনে

By

Published : Mar 8, 2021, 10:04 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ : সাউদাম্পটনের অ্যাজেস বোলে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ আগামী 18 জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ সেই ফাইনাল ম্যাচের কেন্দ্র সাউদাম্পটনকেই করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ 18 থেকে 22 জুন পর্যন্ত এই ফাইনাল ম্যাচ খেলা হবে ৷ ইংল্যান্ডে আয়োজিত অন্যান্য আইসিসি টুর্নামেন্টের মতো, এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রিজ়ার্ভ ডে রেখেছে আইসিসি ৷ 23 জুন একদিন অতিরিক্ত রিজ়ার্ভ ডে রাখা হয়েছে ৷

সংবাদসংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-র সহ সভাপতি রাজীব শুক্লা এই খবরটি সুনিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, ‘‘কোভিড পরিস্থিতির উপর নজর রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল ম্যাচ সাউদাম্পটনে খেলা হবে ৷’’ গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ম্যাচ খেলার নিরিখে 72.2 শতাংশ পয়েন্ট অর্জন করে এক নম্বরে শেষ করেছে ৷

অন্যদিকে, কম সংখ্যক টেস্ট খেললেও ম্যাচ জেতার নিরিখে নিউজ়িল্যান্ড অনেক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল ৷ কেন উইলিয়ামসরা অপেক্ষায় ছিলেন, কোন দল তাঁদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের যোগ্যতা অর্জন করে ৷ 70 শতাংশ পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড ৷

আরও পড়ুন : বিশ্বের এক নম্বর টেস্ট দল এখন ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া 69.2 শতাংশ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া তিন নম্বরে ৷ অন্যদিকে, ভারতের বিরুদ্ধে 3-1 সিরিজ হেরে ইংল্যান্ড এক ধাক্কায় পয়েন্টের হিসেবে 61.4 শতাংশে নেমে চার নম্বরে শেষ করে ৷

ABOUT THE AUTHOR

...view details