নয়াদিল্লি, 8 মার্চ : সাউদাম্পটনের অ্যাজেস বোলে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ আগামী 18 জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ সেই ফাইনাল ম্যাচের কেন্দ্র সাউদাম্পটনকেই করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ 18 থেকে 22 জুন পর্যন্ত এই ফাইনাল ম্যাচ খেলা হবে ৷ ইংল্যান্ডে আয়োজিত অন্যান্য আইসিসি টুর্নামেন্টের মতো, এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রিজ়ার্ভ ডে রেখেছে আইসিসি ৷ 23 জুন একদিন অতিরিক্ত রিজ়ার্ভ ডে রাখা হয়েছে ৷
সংবাদসংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-র সহ সভাপতি রাজীব শুক্লা এই খবরটি সুনিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, ‘‘কোভিড পরিস্থিতির উপর নজর রেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল ম্যাচ সাউদাম্পটনে খেলা হবে ৷’’ গত শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 3-1 ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিজনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ম্যাচ খেলার নিরিখে 72.2 শতাংশ পয়েন্ট অর্জন করে এক নম্বরে শেষ করেছে ৷