পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Moeen Ali : অ্যাসেজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি - IPL

মইন আলি এখন দুবাইয়ে ৷ এখন তিনি চেন্নাইয়ে সুপারকিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ৷ তার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷

moeen ali retires from test cricket ahead of ashes
Moeen Ali : অ্যাসেজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি

By

Published : Sep 27, 2021, 1:53 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : অ্যাসেজের আগে ধাক্কা ব্রিটিশ ক্রিকেটে ৷ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের তারকা স্পিনার মইন আলি ৷ আপাতত তিনি সাদা-বলের ক্রিকেটেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন ৷

কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন ? ইংল্যান্ডের হয়ে 64টি টেস্ট খেলা এই স্পিনারের দাবি, তিনি নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চান ৷ তাই শুধু সীমিত ওভারের ম্যাচে খেলবেন বলে 34 বছর বয়সে এই সিদ্ধান্ত নিলেন ৷

আরও পড়ুন :Virat Kohli : বুমরাকে ছক্কা হাঁকিয়ে টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির কোহলির

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে টেস্ট ক্রিকেট খেলতে তিনি বরাবর উপভোগ করেছেন ৷ টেস্ট ক্রিকেট থেকে যা সাফল্য পেয়েছেন, সেটা যথেষ্ট বলে তিনি মনে করেন ৷ উল্লেখ্য, তিনি 195 টি উইকেট টেস্টে নিয়েছেন ৷ 2914 রানও করেছেন ৷

মইন আলি এখন দুবাইয়ে ৷ এখন তিনি চেন্নাইয়ে সুপারকিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত ৷ তার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তা ইতিমধ্যেই অধিনায়ক জো রুট এবং কোচ ক্রিস সিলভারউডকেও জানিয়েছেন ৷ আইপিএল শেষ হলেই তিনি সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ৷

আরও পড়ুন :RCB vs MI : বিরাট-ম্যাক্স ঝড়ে রোহিতদের চ্য়ালেঞ্জিং টার্গেট আরসিবির

তবে তিনি যদি এখন এই সিদ্ধান্ত না নিতেন, তা হলে তাঁর সামনে টেস্ট ক্রিকেটে একটি রেকর্ড করার সুযোগ ছিল ৷ বিশ্বের পঞ্চদশ খেলোয়াড় হিসেবে তিনি টেস্টে দুশো উইকেট ও 3000 হাজার করতে পারতেন ৷

কিন্তু তাঁর এই সিদ্ধান্তে অবশ্যই ইংল্যান্ড ক্রিকেটে ধাক্কা লাগল ৷ কারণ, টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া অ্যাসেজ সিরিজকে অন্যতম চিত্তাকর্ষক হিসেবে ধরা হয় ৷ টি-20 ওয়ার্ল্ড কাপ শেষে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ অনুষ্ঠিত হবে ৷

আরও পড়ুন :KKR vs CSK : রুদ্ধশ্বাস ম্যাচে নাইটদের হারিয়ে এক নম্বরে সুপার কিংস

ABOUT THE AUTHOR

...view details