মেলবোর্ন, 29 জানুয়ারি: ভারতীয় বংশোদ্ভূত ট্য়াক্সিচালকের ছেলেই মাঠ মাতাচ্ছেন অস্ট্রেলিয়ার জার্সি গায়ে৷ খেলবেন টি-20 সিরিজ৷ তাও আবার নিউজিল্য়ান্ডের মাটিতে৷
এ যেন স্বপ্ন ছোঁয়ার গল্প৷ এখনও কৈশোর পেরোয়নি তনবীর সং৷ আর এই বয়সেই স্বপ্নের উড়ান শুরু হয়ে গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই অস্ট্রেলিয় লেগ-স্পিনারের৷ আসন্ন নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-20 ম্য়াচ খেলবে অজিরা৷ সেই দলে জায়গা করে নিয়েছেন তনবীরও৷
তবে এই প্রথম নয়৷ এর আগেও ক্রিকেট মহলের নজর কেড়েছেন এই তরুণ৷ বছর খানেক আগে অনূর্ধ্ব্ব 19 বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তনবীর৷ তাঁর বাবা যোগা আদতে পঞ্জাবের জলন্ধর লাগোয়া একটি গ্রামের বাসিন্দা৷ 1997 সাল থেকে সিডনিতে রয়েছেন তিনি৷