পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রীলঙ্কা সফরের আগে 15 দিনের কোয়ারানটিন পর্ব শিখরদের - রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কা সফরের আগে 15 দিনের কোয়ারানটিনে থাকতে হবে সফরকারী দলের সদস্যদের ৷ সীমিত ওভারের ক্রিকেট খেলতে 28 জুন মুম্বই থেকে শ্রীলঙ্কা রওনা দেবে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷

india-squad-for-sri-lanka-tour-in-july-will-undergo-15-day-quarantine-in-mumbai
শ্রীলঙ্কা সফরের আগে 15 দিনের কোয়ারেনটিন পর্ব শিখরদের

By

Published : Jun 13, 2021, 7:58 PM IST

মুম্বই, 13 জুন : জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 6 ম্য়াচের সফরে যাবে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ সীমিত ওভারের ক্রিকেটে তিনটি ওয়ান’ডে এবং তিনটি টি-20 ম্যাচ খেলবেন শিখররা ৷ তার আগে ভারতের সফরকারী দলের সদস্যদের 15 দিনের কোয়ারানটিনে থাকতে হবে ৷ মুম্বইয়ে ভারতীয় দলের কোয়ারানটিনের ব্যবস্থা করা হয়েছে ৷ সেখান থেকে আগামী 28 জুন শ্রীলঙ্কা উড়ে যাবেন শিখর ধাওয়ান, পৃথ্বী শ, হার্দিক পান্ডিয়া, মণীশ পান্ডেরা ৷

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে ৷ মোট 20 জন তরুণ ক্রিকেটারকে এই সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ যাঁদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এটা প্রথমবার জাতীয় দলের হয়ে সুযোগ পাওয়া ৷ আগামী 13 জুলাই থেকে ওয়ান’ডে সিরিজ দিয়ে সফর শুরু করবে ভারতীয় দল ৷ 25 জুলাই শেষ টি-20 ম্যাচ দিয়ে সফর শেষ হবে ৷

আরও পড়ুন : Shikhar Dhawan : নেতৃত্বের সুযোগ পেয়ে আপ্লুত গব্বর

সূত্রের খবর, মুম্বই এর হোটেলে কোয়ারানটিন জোনে ঢোকার আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সবাইকে করোনার টেস্ট করাতে বলা হয়েছে ৷ সেই রিপোর্ট সঙ্গে নিয়ে কোয়ারানটিনে যেতে হবে ৷ তার পর নিয়মিত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনার টেস্ট হবে 15 দিনের লম্বা এই কোয়ারানটিন পর্বে ৷ দলের দায়িত্বে থাকা কোচ রাহুল দ্রাবিড়ও ক্রিকেটারদের সঙ্গে একই হোটেলে কোয়ারানটিনে থাকবেন ৷

ABOUT THE AUTHOR

...view details