লন্ডন, 12 অগস্ট : কাফ মাসলে চোটের কারণে ভারতের (India) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের (England) মিডিয়াম পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) ৷ এই পরিস্থিতিতে আর অন্য কোনও দিকে তাকাতে নারাজ তিনি ৷ এবার নিজেকে অ্যাসেজ সিরিজের (Ashes series) জন্য পুরোপুরি প্রস্তুত করতে চাইছেন ব্রড ৷ আগামী ডিসেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ায় অ্যাসেজ সিরিজ শুরু হবে ৷ তার আগে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে চাইছেন তিনি ৷ প্রসঙ্গত, গত মঙ্গলবার লর্ডসে ওয়ার্ম আপ করার সময় স্টুয়ার্ট ব্রডের ডান পায়ের কাফ মাসলে টান লাগে ৷ যার পর তিনি আর অনুশীলনে যোগ দিতে পারেননি ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে এমআরআই করা হলে দেখা যায়, ব্রডের ডান পায়ের কাফ মাসল ছিড়ে গিয়েছে ৷ যার পরেই ভারতের বিরুদ্ধে বাকি চার টেস্ট থেকে বাদ পড়ে যান তিনি ৷
এ নিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ ডানহাতি মিডিয়াম পেসার তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, ‘‘পরিস্থিতি খুব দ্রুত বদলাতে থাকে ৷ অনুশীলনের আগের মুহূর্তে সবকিছু ঠিক ছিল ৷ তারপর ওয়ার্ম আপ চলাকালীন আমি লাফ দিই ৷ সেই সময় খুব বাজে ভাবে আমার ডান পা মাটির উপরে পড়ে এবং মুচকে যায় ৷ তার পরের ধাপে মনে হচ্ছিল, আমার পায়ের পিছনের দিকে কেউ চাবুক দিয়ে আঘাত করছে ৷ এমন যন্ত্রণা হচ্ছিল, আমি জিমির দিকে ফিরে ওকে বলছিলাম, কেন ও আমাকে দড়ি দিয়ে আঘাত করছে ৷ কিন্তু, আমি যখন বুঝলাম ও আমার ধারে কাছে কোথাও নেই ৷ তখন বুঝতে পারলাম আমি সমস্যায় পড়েছি ৷’’