দুবাই, 13 অক্টোবর : উন্মোচিত হল টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন জার্সি ৷ যে জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ আজ বেলা 2টোর সময় ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’ প্রকাশ্যে আনে বিসিসিআই ৷ যেখানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে বিসিসিআই’র পোস্ট করা ব্যানারে ৷
প্রসঙ্গত, 15 অক্টোবর আইপিএল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহীতেই বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ যার আয়োজক দেশ ভারত ৷ 24 অক্টোবর টি-20 বিশ্বকাপে গ্রুপ-2’র প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত ৷ যেখানে ভারতীয় দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ যে ম্যাচে ভারতীয় সমর্থকরা গয়তো সশরীরে মাঠে উপস্থিত থাকবে না ৷ কিন্তু, ভারতীয় দলের সমর্থনে দেশ থেকে গলা ফাটাবেন তাঁরা ৷ আর সমর্থকদের সেই উৎসাহকেই অনুপ্রেরণা করে ভারতীয় দলের নতুন জার্সি তৈরি করা হয়েছে ৷