কলম্বো, 12 মে : জুলাই মাসে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভারতের ৷ তবে দ্বীপরাষ্ট্রের বাড়তে থাকা করোনা সংক্রমণ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ৷ মঙ্গলবার শ্রীলঙ্কায় 2 হাজার 568 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ এরমধ্য 38 জন বিদেশ থেকে ফিরেছেন ৷
মে মাসের 10 তারিখ শ্রীলঙ্কায় মোট 2 হাজার 624 জন নতুন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে মেন ইন ব্লুজদের শ্রীলঙ্কা যাওয়ার কথা বলেন ৷ কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সবকটি ম্য়াচ হওয়ার কথা ৷