পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দীপ্তির ঘূর্ণিতে পর্যুদস্ত ব্রিটিশ প্রমিলা বাহিনী, ঘরের মাটিতে বড় রানে জয়ী হরমনপ্রীতরা

India vs England Women Test: 9 বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হল টেস্ট ৷ তাতে ব্রিটিশদের হেলায় হারাল টিম উইমেন ইন ব্লু ৷ 347 রানে জয়ী হরমনপ্রীতরা ৷ বল হাতে কামাল করলেন দীপ্তি শর্মা ৷ ম্যাচের সেরা দীপ্তি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 11:53 AM IST

Updated : Dec 16, 2023, 12:30 PM IST

মুম্বই, 16 ডিসেম্বর:ভারতের মাটিতে ব্রিটিশদের দুমমুশ করল টিম উইমেন ইন ব্লু ৷ 347 রানে ইংল্যান্ডে হারালেন হরমনপ্রীতরা ৷ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। শনিবার অর্থাৎ 16 ডিসেম্বর ম্যাচের মাত্র তৃতীয় দিন ছিল। তাতেই বাজিমাত করলেন হরমনপ্রীত ব্রিগেড ৷

দীপ্তি শর্মাদের স্পিনের দাপটে শেষ হয় ইংরেজ ব্যাটিং। আড়াই দিনে টেস্ট ভারতের দখলে। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নেন 9টি উইকেট। ম্যাচের সেরা তিনিই ৷ 2014 ও 2016 সালের পর ইংল্যান্ডকে হারাল ভারত ৷ 25 বছর আগে শ্রীলঙ্কা জিতেছিল 309 রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। পাকিস্তানকে হারিয়ে ছিল শ্রীলঙ্কা। শনিবার ভারত জিতল 347 রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।

দীপ্তি বল হাতে প্রথম ইনিংসে মাত্র 7 রানে 5 উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডকে মাত্র 136 রানে গুটিয়ে দিতে ভারতীয় দলকে সাহায্য করেছিলেন দীপ্তি। তাঁর বোলিং পারফরমেন্স ভারতকে ম্যাচের প্রথম ইনিংসে বিশাল লিড করতে সাহায্য করেছিল, শেষ পর্যন্ত তাদের 479 রানের লক্ষ্য নির্ধারণ করতে দিয়েছিল। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে, দীপ্তি এবং ভারতীয় বোলাররা ইংল্যান্ডকে মাত্র 136 রানে আউট করে দেয়। ইংল্যান্ড পিছনের দিকে ঠেলে দিয়েছিলেন দীপ্তি। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে 292 রানের লিড নিয়ে। এরপরে 6 উইকেট হারিয়ে 186 রান করে ইনিংস ঘোষণা করে ভারত।

এভাবে জয়ের জন্য ইংল্যান্ডের কাছে 479 রানের টার্গেট দিয়ে ছিল ভারত। তা অর্জন করতে তিন দিন সময় পেলেও ইংল্যান্ড দলের ব্যাটসম্যানরা হতাশ করেন। মাত্র 131 রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতী ইনিংস। শেষ পর্যন্ত 347 রানে জেতে ভারত। ঘরের মাঠে প্রথম বার ইংল্যান্ডকে হারাতে হরমনপ্রীতের দলকে 10 উইকেট তুলতে হত। শনিবার সেই কাজ করতে ভারতের মেয়েরা সময় নিলেন দেড় ঘণ্টার একটু বেশি ৷

আরও পড়ুন:

  1. টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার
  2. ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি
  3. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
Last Updated : Dec 16, 2023, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details