পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইংল্যান্ড সফরে পরিবারের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা - জয় শাহ

দীর্ঘ ইংল্যান্ড সফরে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেটাররা তাঁদের পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ৷ বিসিসিআই’র তরফে আজ একথা জানানো হয়েছে ৷ তবে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ’কে ইংল্যান্ডে ম্যাচ দেখতে যাওয়ার অনুমতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ৷

indian-players-families-allowed-for-uk-trip-no-bcci-office-bearers-for-wtc-final-due-to-quarantine-rules
ইংল্যান্ড সফরে সঙ্গে থাকতে পারবেন ভারতীয় ক্রিকেটারদের পরিবার

By

Published : Jun 1, 2021, 2:32 PM IST

নয়াদিল্লি, 1 জুন : ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডে যেতে পারবেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ মঙ্গলবার বিসিসিআই’র এক শীর্ষ আধিকারিক একথা জানিয়েছেন বলে সূত্রের খবর ৷ প্রসঙ্গত, জুন মাসে দীর্ঘ সময়ের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল ৷ প্রসঙ্গত, লম্বা ক্রিকেট সফরে বায়ো সিকিওর বাবলে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে, তাঁদের পরিবারকে সঙ্গে যেতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে ৷ সেই আবেদন মেনে নিয়েছে ইসিবি ৷

তবে, সেই সঙ্গে আরও জানা গিয়েছে, ভারতীয় বোর্ডের কোনও কর্তা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় সাউদাম্পটনে থাকবেন ৷ ইংল্যান্ডের কোয়ারেনটিনের কড়াকড়ি নিয়মের কারণেই তাঁরা 18-22 জুন হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে উপস্থিত থাকবেন না ৷

তবে, ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের ইংল্যান্ডে যাওয়ার অনুমতি দেওয়া খুবই ভাল খবর বলে বিসিসিআই’র তরফে জানানো হয়েছে ৷ ওই বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘হ্যাঁ, এটা ভাল খবর যে, ভারতী ক্রিকেটাররা তাঁদের পরিবারকে যুক্তরাজ্যের সফরে নিয়ে যেতে পারবেন ৷ মহিলা ক্রিকেটাররাও তাঁদের পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ৷ যা ওই সময়ে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা থাকতে সাহায্য করবে ৷’’

আরও পড়ুন : প্রাক্তনীদের ধন্যবাদ জানিয়ে আবেগপ্রবণ পোস্ট জেমিমা রডরিগেজ’র

তবে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহ’কে সাউদাম্পটনে ফাইনাল ম্যাচ দেখতে যেতে দেওয়ার অনুমতি দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ তাঁদের তরফে জানানো হয়েছে, যেহেতু, তাঁরা ম্যাচ অফিসিয়াল বা দলের সদস্য নন ৷ তাই তাঁদের 10 দিনের কোয়ারেনটিনে থাকতে হবে ৷ কিন্তু, বোর্ড আধিকারিকরা সাধারণত ম্যাচের কয়েক দিন আগে সেখানে যান ৷ ফলে কোয়ারিনটিনে থাকার সেই সময় পাবেন না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ’রা ৷ তাই তাঁদের অনুমতি দেয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details