বেঙ্গালুরু, 12 নভেম্বর:আগামী বুধবার মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচ ৷ তার আগে আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৷ কোচ রাহুল দ্রাবিড় গতকালই জানিয়েছিলেন দলে কোনও বদল করার পক্ষপাতি নয় ম্যানেজমেন্ট ৷ আজ টসে এসে সে কথাই জানিয়ে গেলেন রোহিত শর্মা ৷ বেঙ্গালুরুর ব্যাটিং-সহায়ক পিচে ভারত অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৷ চিন্নাস্বামীর মাঠে আজ রোহিত, শুভমন এবং বিরাটদের ব্যাট থেকে রানের আসতবাজি দেখার অপেক্ষায় রয়েছেন বেঙ্গালুরুর দর্শকরা ৷
আজকের ম্যাচের আগে টানা সাতদিনের লম্বা বিশ্রাম পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ এমনকি গতকাল পুরো দল এবং সাপোর্টস্টাফরা মিলে আগাম দীপাবলি উৎসব পালন করেছেন ৷ সেখানে ক্রিকেটাদের পরিবারের সদস্যরাও এসেছিলেন ৷ সব মিলিয়ে দীপাবলির দিন চনমনে হয়ে মাঠে নামছেন বিরাট-রোহিতরা ৷ এ দিন টসে এসে রোহিত বলেন, ‘‘আগে ব্যাটিং করার নির্দিষ্ট কোনও কারণ নেই ৷ আমরা এই টুর্নামেন্টে আগে ব্যাট যেমন করেছি, তেমনি আগে বোলিংও করেছি ৷ সবক্ষেত্রেই ক্লিনিক্যাল পারফর্ম্যান্স দিয়েছেন প্লেয়াররা ৷ আজকে আবারও ভালো ক্রিকেট খেলার সুযোগ রয়েছে ৷ তাই সব জায়গায় ভালো পারফর্ম করাই লক্ষ্য ৷’’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগে ব্যাট করায় একটা সুবিধায় রোহিতদের সামনে রয়েছে ৷ 15 নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভালো ব্যাটিং প্র্যাকটিস পেয়ে যাবেন রোহিতরা ৷ অন্যদিকে, আজকের ম্যাচে বিরাট কোহলির 50তম ওয়ান-ডে সেঞ্চুরির আশায় রয়েছেন মাঠে আসা ভারতীয় দর্শকরা ৷ তবে, ডাচ বোলিং অ্যাটাককে হালকাভাবে নিলে চলবে না ৷ ভ্যান ডার ম্যারউই, আরিয়ান দত্ত এবং পল ভান মিকেরেনের মতো বোলাররা নতুন বলে সমস্যায় ফেলতে পারেন রোহিত-শুভমনদের ৷ তবে, ভারতের আগ্রাসী ও অভিজ্ঞ ব্যাটিংয়ের সামনে তাঁরা কতটা সুবিধে করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যায় ৷