পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বৃষ্টিতে ভেস্তে গেল বিশ্বকাপে রোহিতদের প্রথম প্রস্তুতি ম্যাচ - Virat Kohli

ICC Cricket World Cup Warm-up Match: ওয়ার্ম-আপ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার ৷ গুয়াহাটির গরমে বোলারদের তরতাজা রাখতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 1:35 PM IST

Updated : Sep 30, 2023, 7:18 PM IST

গুয়াহাটি, 30 সেপ্টেম্বর: লাগাতার বৃষ্টিতে ভেস্তে গেল ভারত এবং ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ ৷ আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসের পরেই বৃষ্টি নামে ৷ কিন্তু, অবিরাম বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি ৷ শনিবারের এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ যেখানে শেষ মুহূর্তে কিছু পরীক্ষানীরিক্ষা করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, বৃষ্টিতে পুরো পরিকল্পনাই ভেস্তে যায় কোচ রাহুল দ্রাবিড়ের ৷

এ দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি এবং টিম ম্যানেজমেন্ট 8 অক্টোবর বিশ্বকাপের মূল পর্বের আগে দলের ক্রিকেটাদের তরতাজা রাখতে চান ৷ বিশেষত, পেস বোলারদের চাপ মুক্ত রাখাই দলের আসল উদ্দেশ্য বলে জানান তিনি ৷ তাঁর বক্তব্য ছিল, ‘‘আমরা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছি ৷ 7-8 টা ভালো ম্যাচ খেলেছি বিশ্বকাপে আসার আগে ৷ তাই 8 অক্টোবরের ম্যাচে প্লেয়াররা সবাই যাতে ফ্রেশ থাকতে পারেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে ৷ আমরা প্রতিবারই সেরা দলগুলির একটির বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামি ৷ তাই প্লেয়ারদের ফ্রেশ থাকাটা খুব জরুরি ৷’’

তবে, আজকের প্রস্তুতি ম্যাচ না-খেলতে পারায় একটা অসুবিধা ভারতের হবে ৷ তা হল, ইংল্যান্ডের আক্রমণ সম্পর্কে বিশেষ কোনও ধারণা ভারতীয় দল করতে পারল না ৷ বিশেষত, ব্রিটিশদের ব্যাটিং সম্পর্কে ৷ তবে, ভারতের একটা সুবিধে, এই দলের অধিকাংশ ব্যাটার এর আগে ভারতে খেলেননি ৷ অন্তত আন্তর্জাতিক ম্যাচে ৷ ফলে রাউন্ড রবিন লিগে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা ৷ ভারতের পরের প্রস্তুতি ম্যাচে আগামী 3 অক্টোবর ৷

আরও পড়ুন:হার্ড হিটিং টপ-অর্ডার ও পেসের ভারসাম্যে বিশ্বকাপে ক্যাঙারুরা

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাঁদের অন্যতম প্রধান পেসার জোফরা আর্চারকে ছাড়াই নামছে এবারে ৷ তবে, মার্ক উড, ক্রিস ওকস, রিস টপলি এবং গুস অ্যাটকিনসনদের বিরুদ্ধে কাজটা সহজ হবে না রোহিত-বিরাটদের ৷ তবে, যেহেতু প্রস্তুতি ম্যাচ, তাই ব্রিটিশ পেস ব্রিগেডকে খেলে বিশ্বকাপের মূলপর্বের আগে নিজেদের তৈরি করে নিতে পারবে ভারতীয় দল ৷ বিশেষত, নতুন বলে পেস ও স্যুইং সামলানোর বিষয়টি আরও নিশ্চিত করে নিতে চাইবেন রোহিতরা ৷

Last Updated : Sep 30, 2023, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details