গুয়াহাটি, 30 সেপ্টেম্বর: লাগাতার বৃষ্টিতে ভেস্তে গেল ভারত এবং ইংল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ ৷ আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে টসের পরেই বৃষ্টি নামে ৷ কিন্তু, অবিরাম বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি ৷ শনিবারের এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ যেখানে শেষ মুহূর্তে কিছু পরীক্ষানীরিক্ষা করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, বৃষ্টিতে পুরো পরিকল্পনাই ভেস্তে যায় কোচ রাহুল দ্রাবিড়ের ৷
এ দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, তিনি এবং টিম ম্যানেজমেন্ট 8 অক্টোবর বিশ্বকাপের মূল পর্বের আগে দলের ক্রিকেটাদের তরতাজা রাখতে চান ৷ বিশেষত, পেস বোলারদের চাপ মুক্ত রাখাই দলের আসল উদ্দেশ্য বলে জানান তিনি ৷ তাঁর বক্তব্য ছিল, ‘‘আমরা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছি ৷ 7-8 টা ভালো ম্যাচ খেলেছি বিশ্বকাপে আসার আগে ৷ তাই 8 অক্টোবরের ম্যাচে প্লেয়াররা সবাই যাতে ফ্রেশ থাকতে পারেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে ৷ আমরা প্রতিবারই সেরা দলগুলির একটির বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামি ৷ তাই প্লেয়ারদের ফ্রেশ থাকাটা খুব জরুরি ৷’’