- বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া । মোতেরায় রোহিতদের অসহায় আত্মসমর্পণ ।
তথৈবচ তিন বিভাগই, অজিদের কাছে অসহায় আত্মসমর্পণে অন্ধকারে 'মেন ইন ব্লু' - বিশ্বকাপ
Published : Nov 19, 2023, 1:17 PM IST
|Updated : Nov 19, 2023, 10:22 PM IST
21:09 November 19
21:03 November 19
- সবরমতীর তীরে নীল জার্সিধারীদের স্বপ্নের কার্যত সলিলসমাধি । দশ ওভারে জয়ের জন্য অজিদের দরকার 18 রান ।
20:51 November 19
- ট্র্যাভিস হেডের শতরান ।
19:59 November 19
- টুর্নামেন্ট জুড়ে এখনও অজেয় ভারতীয় দল ৷ বল হাতে মহম্মদ শামি, কুলদীপ যাদব সকলেই রয়েছেন অনবদ্য ফর্মে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার 'ম্যান মার্কিং' কৌশল ভাঙতে পারছে না টিম ইন্ডিয়া ৷ পাওয়ার প্লে'তে শামি-বুমরার দাপট সামলে ক্রমশ ম্যাচে ফিরছে ক্যাঙারুরা ।
18:53 November 19
- মহম্মদ শামির পর জসপ্রীত বুমরা । ওয়ার্নারের পর আউট মিচেল মার্শ ।
18:34 November 19
- অজিদের প্রথম উইকেটের পতন । মহম্মদ শামির দুরন্ত সুইংয়ে ড্রেসিংরুমে ডেভিড ওয়ার্নার ।
17:47 November 19
- জমাট ফিল্ডিং, ফিল্ডার প্লেসমেন্ট অনুযায়ী জমাটি বোলিং । নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমার্ধে দাঁড়াতেই পারল না 'মেন ইন ব্লু' ।
- 240 রানে অল-আউট 'টিম ইন্ডিয়া' ।
17:41 November 19
- জসপ্রীত বুমরার পর এবার আউট সূর্যকুমার যাদব । জস হ্যাজেলউডের দেওয়া স্লোয়ার বুঝতেই পারলেন না স্কাই ।
17:20 November 19
- সাজঘরে মহম্মদ শামি । ভারতীয় বোলারকে তুলে নিলেন মিচেল স্টার্ক ।
17:12 November 19
- আউট কেএল রাহুল । 107 বলে 66 রানের ইনিংস খেলে ফিরলেন কর্ণাটকী ব্যাটার ।
- ক্রিজে সূর্যকুমার যাদবের সঙ্গী মহম্মদ শামি ।
16:44 November 19
- সাজঘরে ভারতের পঞ্চম ব্যাটার । এবার ক্রিজ ছাড়লেন রবীন্দ্র জাদেজা । 9 রান করে জস হ্যাজেলউডের বলে ফিরলেন জাড্ডু । 36 ওভারে ভারত 5 উইকেট হারিয়ে 178 ।
16:36 November 19
- অর্ধ-শতরান করলেন কেএল রাহুল । 85 বলে হাফ-সেঞ্চুরি করলেন কর্ণাটকী ব্যাটার । কেএল-এর ধ্রুপদী ব্যাটিংয়েই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভারত ।
- চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার পঞ্চাশের গণ্ডি টপকালেন রাহুল ।
- ওডিআই কেরিয়ারের 17তম অর্ধ-শতরান পেলেন টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা ।
16:29 November 19
- ফাইনালে অর্ধ-শতরান পেরিয়ে ফিরতে হলেও গোটা টুর্নামেন্টে রানের ফুলঝুরি এসেছে রানমেশিনের ব্যাটে । মোমের বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন আসানসোল স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন ও ক্রীড়াপ্রেমী দর্শকরা ।
16:07 November 19
- প্যাট কামিন্সের বলে বোল্ড বিরাট । বাইরের বল টেনে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন রোহিতের ব্রহ্মাস্ত্র ।
16:07 November 19
- অর্ধ-শতরান করলেন কোহলি ।
15:18 November 19
- একশো পেরল টিম ইন্ডিয়া । ক্রিজে বিরাট-রাহুল ।
14:49 November 19
- আউট শ্রেয়স আইয়ার । পরপর উইকেট হারাল টিম ইন্ডিয়া ।
14:46 November 19
- আউট রোহিত শর্মা । বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন হিটম্যান । ম্যাক্সওয়েলের বলে ক্যাপ্টেনকে তালুবন্দি করলেন ট্র্যাভিস হেড । মেগা ম্যাচে মুম্বইকরের সংগ্রহ 47 রান ।
14:38 November 19
- রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভর করে এগোচ্ছে ভারত ।
14:20 November 19
- স্টার্কের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। দুর্দান্ত ক্যাচ নিলেন অ্যাডাম জাম্পা। প্রথম 4 ওভারের পর ভারতের রান 30 । মাঠে নামলেন কোহলি । রোহিত করেছেন 25 রান ।
13:41 November 19
- বিশ্বকাপের ফাইনালে টসে হেরে গেলেন রোহিত শর্মা। তবে ভারতকেই প্রথমে ব্যাট করতে পাঠালেন অজি-অধিনায়ক প্যাট কামিন্স।
13:14 November 19
- বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে রোহিত ব্রিগেড । ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। টসের জন্য মুখোমুখি রোহিত শর্মা ও প্যাট কামিন্স।
21:44 November 18
কোহলির কাঁধে 'বিরাট' ভার...
- ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড এখন বিরাট কোহলি ৷ চলতি বিশ্বকাপে জীবনের সেরা ফর্মে থাকা এই ব্যাটার ইতিমধ্যেই করেছেন 711 রান ৷ এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নিরিখে তিনি পিছনে ফেলেছেন 'গড অফ ক্রিকেট' সচিন তেন্ডুলকরকেও ৷ মাস্টার ব্লাস্টারের সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দিয়েছেন রান মেশিন ৷
21:44 November 18
অধিনায়োকচিত হিটম্যান...
- ভারত অধিনায়ক রোহিত নিজেকে ব্যবহার করেছেন সুইসাইড বম্বার-এর মতোই ৷ চলতি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ফায়দা তুলতে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি ৷ হিটম্যানের ধ্বংসাত্মক ব্যাটের সামনে খেই হারাচ্ছে প্রতিপক্ষ ৷ যার জেরে বিরাট কোহলিরা বাইশ গজে স্বস্তিতে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ৷ ইনিংস তৈরি করতে সময় নিচ্ছেন শুভমন গিলও ৷
21:43 November 18
- টুর্নামেন্ট জুড়ে এখনও অজেয় ভারতীয় দল ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার থেকে বল হাতে মহম্মদ শামি, কুলদীপ যাদব সকলেই রয়েছেন অনবদ্য ফর্মে ৷ কিন্তু অস্ট্রেলিয়ার 'ম্যান মার্কিং' কৌশল ভাঙতে না পারলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জন্য় ৷
21:30 November 18
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নেমে অসহায় আত্মসমর্পণ ভারতের । রোহিতদের একপেশে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার ট্রফি ঘরে তুলে নিল অস্ট্রেলিয়া ।
- আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ৷ তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া ৷ তেমনই ষষ্ঠবার জয় তুলে নিতে মরিয়া অজিরাও ৷ বিশ্বকাপে এই মহারণে শেষ হাসি হাসবেন কারা? তার উত্তর লুকিয়ে আছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের 22 গজের গভীরে ৷