পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের - আফগানিস্তান

India vs Afghanistan: প্রথম ম্যাচে একপেশে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আফগান 'বধ' করে সিরিজ দখল করল 'রোহিত অ্যান্ড কোং' ৷ নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে দুই দল।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 7:13 PM IST

Updated : Jan 14, 2024, 10:23 PM IST

ইন্দোর, 14 জানুয়ারি: সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ প্রথম ম্যাচে একপেশে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আফগান 'বধ' করে সিরিজ মুঠোয় পুরল টিম ইন্ডিয়া ৷ তবে প্রথমে ব্যাট করে 172 রান তুলে ভারতকে চাপে রাখে আফগানরা। তবে শেষমেশ অনায়াসেই ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন যশস্বী জয়সওয়াল (68) ও শিবম দুবে (63)। এর আগে আফগানদের হয়ে সর্বোচ্চ 57 রান করলেন গুলবাদিন নায়েব। এছাড়া নজিবুল্লাহ জাদরান (23) থেকে শুরু করে মুজিব উর রহমানরা (21) আফগান ব্যাটিংকে ভরসা জোগান।

প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি ৷ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দলে ফিরেছেন রানমেশিন ৷ দলে অন্তর্ভুক্ত হয়েছেন যশস্বী জয়সওয়াল ৷ ফলে প্রথম ম্যাচের দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল ও তিলক বর্মা ৷ বিরাট-যশস্বী ফেরায় প্রথম একাদশ ঠিক করা নিয়ে মাথাব্যথা বেড়েছিল 'মেন ইন ব্লু' ম্যানেজমেন্টের ৷ শেষ পর্যন্ত উইকেটরক্ষক জীতেশ শর্মাকে দলে রেখেই একাদশ বেছেছেন রাহুল দ্রাবিড়রা ৷ শেষ ম্যাচে দস্তানার দাপটের সঙ্গে ব্যাট হাতেও ভালো খেলেছিলেন জীতেশ, ফলে বসতে হয়েছে তীলককে ৷

অন্যদিকে, কেরিয়ারের 150তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক রোহিত ৷ মুম্বইকর যেমনটা চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ম্যাচ তেমন হয়নি ৷ শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান-আউট হতে হয় রোহিত শর্মাকে ৷ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় টি-20 ম্যাচে সেই আক্ষেপ ভুলিয়ে বড় রানের অপেক্ষায় ছিলেন ভারত অধিনায়ক ৷ তবে তা হল না।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলবাদিন নায়েব, নুর আহমদ, মুজিব উর রহমান, নবীন-উল- হক, ফজলহক ফারুকী

আরও পড়ুন:

  1. আসছে যুবরাজের বায়োপিক, নিজের চরিত্রে রণবীরকে চান বিশ্বজয়ী তারকা
  2. তিলোত্তমায় আবেগে ভাসলেন লয়েড, আইসিসি'র অর্থবৈষম্য নিয়েও সরব কিংবদন্তি অধিনায়ক
  3. রোহিত ক্লিন হিটার, কোহলি বুদ্ধিমান ব্যাটার - দরাজ সার্টিফিকেট মদনলালের
Last Updated : Jan 14, 2024, 10:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details