সিডনি, 9 জানুয়ারি: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 244 রানে আউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। শনিবার সিডনিতে গোলাপি টেস্টের তৃতীয় দিন ছিল। সেই দিনের চা-বিরতির আগেই অল আউট হয়ে গেলেন রাহানেরা। এর ফলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 94 রানে এগিয়ে গেল।
যদিও এদিন লাঞ্চের সময় ভারতীয় দলকে দেখে মনে হচ্ছিল যে বড় ইনিংস খেলতে পারে তারা। লাঞ্চের সময় ভারতের স্কোর ছিল 180/4। কিন্তু তার পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ইনিংস। লাঞ্চের সময় চেতেশ্বর পূজারা 42 রানে নট আউট ছিলেন। তিনি 50 রান করে আউট হন। অন্যদিকে লাঞ্চের সময় 29 রানে ক্রিজে ছিলেন উইকেট কিপার ঋষভ পন্থ। তিনি 36 রান করে আউট হয়ে যান। লাঞ্চের পর ঋষভই প্রথম আউট হন। তার পরই একের পর এক উইকেট পড়তে শুরু করে। ভারতের শেষ পাঁচটি উইকেট পড়েছে মাত্র 37 রানের মধ্যে।