ব্রিসবেন, 16 জানুয়ারি : দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া নিয়ে রোহিত শর্মার সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ ব্য়ক্তিগত 44 রানে ব্য়াট করার সময়, নাথন লায়েনকে স্টেপ আউট করে শট খেলেন রোহিত ৷ তবে, মিস টাইম হওয়ায় ডিপ মিড উইকেটে ক্য়াচ আউট হয়ে ফিরে যান তিনি ৷ রোহিতের এই দায়িত্বজ্ঞনহীন কাজে কার্যত ক্ষুব্ধ লিটল মাস্টার ৷
এদিন অস্ট্রেলিয়ার স্পোর্টস চ্য়ানেলের হয়ে কমেন্ট্রি করছিলেন সুনীল ভাগাসকর ৷ রোহিতের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের প্রতিক্রিয়া দেন তিনি ৷ রাগতস্বরে সানি বলে ওঠেন, ‘‘কেন? কেন? কেন? এটা অবিশ্বাস্য়কর একটা শট ৷ এটা দায়িত্বজ্ঞানহীন একটা শট ৷ এখানে লং অনে ফিল্ডার রয়েছে, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রাখা রয়েছে ৷ আপনি কয়েকটা বল আগেই বাউন্ডারি মেরেছেন, তাহলে কেন এই শটটা খেললেন? আপনি একজন সিনিয়র খেলোয়াড়, এখানে কোনও অজুহাত থাকতে পারে না ৷ অবাঞ্ছিতভাবে উইকেট উপহার দিয়ে চলে এলেন ৷’’
আরও পড়ুন :একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন