পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"দায়িত্বজ্ঞানহীন শট", রোহিতের আউটে ক্ষুব্ধ সানি - রোহিত শর্মা

দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া নিয়ে রোহিত শর্মার সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ ব্য়ক্তিগত 44 রানে ব্য়াট করার সময়, নাথন লায়েনকে স্টেপ আউট করে শট খেলেন রোহিত ৷ তবে, মিস টাইম হওয়ায় ডিপ মিড উইকেটে ক্য়াচ আউট হয়ে ফিরে যান তিনি ৷

ind-vs-aus-no-excuse-for-that-shot-gavaskar-slams-rohit
রোহিতের দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট রোহিত, বেজায় চোটলেন সানি

By

Published : Jan 16, 2021, 1:50 PM IST

ব্রিসবেন, 16 জানুয়ারি : দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া নিয়ে রোহিত শর্মার সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ৷ ব্য়ক্তিগত 44 রানে ব্য়াট করার সময়, নাথন লায়েনকে স্টেপ আউট করে শট খেলেন রোহিত ৷ তবে, মিস টাইম হওয়ায় ডিপ মিড উইকেটে ক্য়াচ আউট হয়ে ফিরে যান তিনি ৷ রোহিতের এই দায়িত্বজ্ঞনহীন কাজে কার্যত ক্ষুব্ধ লিটল মাস্টার ৷

এদিন অস্ট্রেলিয়ার স্পোর্টস চ্য়ানেলের হয়ে কমেন্ট্রি করছিলেন সুনীল ভাগাসকর ৷ রোহিতের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের প্রতিক্রিয়া দেন তিনি ৷ রাগতস্বরে সানি বলে ওঠেন, ‘‘কেন? কেন? কেন? এটা অবিশ্বাস্য়কর একটা শট ৷ এটা দায়িত্বজ্ঞানহীন একটা শট ৷ এখানে লং অনে ফিল্ডার রয়েছে, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার রাখা রয়েছে ৷ আপনি কয়েকটা বল আগেই বাউন্ডারি মেরেছেন, তাহলে কেন এই শটটা খেললেন? আপনি একজন সিনিয়র খেলোয়াড়, এখানে কোনও অজুহাত থাকতে পারে না ৷ অবাঞ্ছিতভাবে উইকেট উপহার দিয়ে চলে এলেন ৷’’

আরও পড়ুন :একই সফরে ক্রিকেটের তিন ফরম্য়াটেই অভিষেক, নজির গড়লেন টি নটরাজন

তৃতীয় টেস্টেও নাথন লায়েনের বিরুদ্ধে আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায় রোহিতকে ৷ তবে, আজকে রোহিতের সেই আগ্রাসী ক্রিকেটের ফায়দা নিতে ফিল্ডিং সাজিয়েছিল অস্ট্রেলিয়া ৷ যে জালে তিনি পা দিয়ে নিজের উইকেট হারিয়েছেন বলেই মত অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ এদিন আরেক ওপেনার শুভমান গিল মাত্র 7 রান করে প্য়াট কামিন্সের বলে আউট হন ৷ ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি ৷ চা-বিরতি পর্যন্ত ভারতের রান 2 উইকেট হারিয়ে 62 রান ৷

আরও পড়ুন : গাব্বায় গমগমে লড়াই, 369 রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস

এদিন সকালে অস্ট্রেলিয়া দল ব্য়াট করতে নেমে দ্রুত নিজেদের উইকেট হারাতে শুরু করে ৷ প্রথম দিনের 5 উইকেট হারিয়ে 274 রানের পর, এদিন মাত্র 95 রান করে বাকি 5 উইকেট পড়ে যায় অজ়িদের ৷ ভারতের হয়ে 3টি করে উইকেট নিয়েছে টি নটরাজন, শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ৷ একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ৷

ABOUT THE AUTHOR

...view details