দুবাই, 14 অক্টোবর : আসন্ন টি-20 বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা ৷ মঙ্গলবারই সেই জার্সি উন্মোচন করেছে বিসিসিআই ৷ বুধবার বিরাটদের সেই জার্সি ছবি লাইটের মাধ্যমে তুলে ধরা হল বুর্জ খলিফায় ৷
টিম ইন্ডিয়ার নতুন জার্সি তৈরি করা হয়েছে ভারতীয় ক্রিকেটের কোটি কোটি সমর্থকের উৎসাহ থেকে অনুপ্রাণিত হয়ে ৷ মঙ্গলবারই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় নতুন এই জার্সির ছবি পোস্ট করেছে ৷ বিরাটদের নতুন এই জার্সির নাম দেওয়া হয়েছে 'বিলিয়ন চিয়ার্স জার্সি' ৷ অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাকে ভারতীয় দলের নয়া জার্সি গায়ে দেখা গিয়েছে ৷ সেই ছবিও এদিন আলোর রশ্মিতে ফুটে উঠল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফায় ৷ যা দেখে বিস্মিত সমর্থকরা ৷ টিম ইন্ডিয়ার কিট স্পনসর এমপিএল স্পোর্টসের তরফে এর একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷