পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Sl 3rd ODI : নিয়মরক্ষার ম্যাচে ভাল শুরু ভারতের, একসঙ্গে 5 ক্রিকেটারের অভিষেক - ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে

সিরিজ়ে প্রথমবার টস জিতলেন শিখর ধাওয়ান ৷ নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান ৷ ভাল শুরু করেন দুই ওপেনার শিখর ও পৃথ্বী ৷ ব্যক্তিগত 13 রানে শিখর আউট হলেও সঞ্জু স্যামসনকে সঙ্গী করে ম্যাচের রাশ ধরেন পৃথ্বী ৷ মাত্র 6.4 ওভারেই 50 রানের গণ্ডি পেরোয় ভারত ৷

Ind vs Sl 3rd ODI
Ind vs Sl 3rd ODI

By

Published : Jul 23, 2021, 4:14 PM IST

কলম্বো, 23 জুলাই : নিয়মরক্ষার ম্যাচে ভাল শুরু ভারতের ৷ ইতিমধ্যে সিরিজ় জয় সম্পন্ন দ্রাবিড় ব্রিগেডের ৷ তাই তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার ৷ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নেওয়ার ম্যাচ ৷

সিরিজ়ে প্রথমবার টস জিতলেন শিখর ধাওয়ান ৷ নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ ভাল শুরু করেন দুই ওপেনার শিখর ও পৃথ্বী ৷ ব্যক্তিগত 13 রানে শিখর আউট হলেও সঞ্জু স্যামসনকে সঙ্গী করে ম্যাচের রাশ ধরেন পৃথ্বী ৷ মাত্র 6.4 ওভারেই 50 রানের গণ্ডি পেরোয় ভারত ৷

নিয়মরক্ষার ম্যাচ ৷ তাই দলে একাধিক ক্রিকটারকে দেখে নিলেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক শিখর ধাওয়ান ৷ সুযোগ দেওয়া হল 6 জন নতুন ক্রিকেটারকে ৷ একসঙ্গে অভিষেক হল পাঁচ ক্রিকেটারের ৷

আরও পড়ুন : বাংলা দলের ফিটনেস শিবিরে যোগ মন্ত্রী মনোজের

আজ ভারতের ওয়ানডে দলে অভিষেক হল সঞ্জু স্যামসন, নীতিশ রাণা, চেতন সাকারিয়া, করিয়াপ্পা গৌতম ও রাহুল চাহারের ৷ প্রথম একাদশে এলেন নভদীপ সাইনির ৷

ABOUT THE AUTHOR

...view details