আমেদাবাদ, 12 মার্চ: নভেম্বর, 2019 ইডেন গার্ডেন্স ৷ পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছিল তাঁর উইলোয় ৷ এরপর 40 মাসের লম্বা অপেক্ষা ৷ অন্যান্য ফরম্য়াটে প্রতীক্ষার অবসান হলেও ক্রিকেট শাশ্বত ঘরানায় 27টি সেঞ্চুরিতেই দীর্ঘ সময় আটকেছিলেন তিনি ৷ রবিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবশেষে রাজার ঢঙেই পাঁচদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হল বিরাট কোহলির ৷ 28তম শতরান (সবমিলিয়ে 75তম) হাঁকিয়ে ভালোই এগোচ্ছিলেন কেরিয়ারের অষ্টম দ্বিশতরানের দিকে (Virat Kohli hits 28th ton in test cricket) ৷ যদিও চোদ্দো রানের জন্য মাঠেই রেখে এলেন ডাবল সেঞ্চুরি, কিন্তু রাজার কৃতিত্ব তাতে এতটুকু ফিকে হওয়ার নয় ৷
তৃতীয়দিনের শেষে 58 রানে অপরাজিত থেকে শেষ হওয়া বিরাট ইনিংস এদিন থামল 186 রানে (Kohli scored 186 runs) ৷ নাথন লায়নকে সুইপ করতে গিয়ে ঠকে গেলেন ৷ নইলে দ্বিশতরানের নিরিখে ব্রায়ান চার্লস লারাকে ছোঁয়ার দিকে একধাপ এগিয়ে যেতেন দিল্লি বয় ৷ তিন বছর, তিন মাস কুড়ি দিন পর শতরান হাঁকানো বিরাটের ধ্রুপদী ইনিংস এল 364 বলে ৷ যা সাজানো 15টি বাউন্ডারি দিয়ে ৷