তারুবা, (ত্রিনিদাদ), 2 অগস্ট: প্রথম ওয়ান-ডে ম্যাচ জিতে ভারত 1-0 লিড নিলেও একই মাঠে দ্বিতীয় ওয়ান-ডে জিতে সিরিজে 1-1 সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তারুবায় তৃতীয় তথা শেষ ওয়ান-ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে টিম ইন্ডিয়া ওয়ান-ডে সিরিজের দখল নিল। সিরিজের শেষ ম্যাচে 200 রানে বিরাট জয় পেল রোহিত-কোহলি ছাড়া ভারতীয় দল।
দ্বিতীয় ম্যাচে হারের পরেও তৃতীয় ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ভারতকে ব্যাট করতে পাঠান। শাই হোপের পরিকল্পনায় জল ঢেলে ভারত 5 উইকেট হারিয়ে তোলে 351 রান। সব ভারতীয় ব্যাটারই এদিন ছিলেন আক্রমণাত্মক মেজাজে । ওয়েস্ট ইন্ডিজের কোনও বোলারই ভারতীয়দের সমস্যায় ফেলতে পারেননি।
আরও পড়ুন:17 বছরের পার্টনারশিপে ইতি, ব্রডের অবসরে একা রয়ে গেলেন প্রিয়বন্ধু জিমি
প্রথম দু'টি ম্যাচের মতো এদিনও হাফ সেঞ্চুরি করেন ঈশান কিষাণ। তাতেই তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ ৷ তারুবায় গতকাল শুভমন গিল সর্বোচ্চ রান (85) করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। অধিনায়ক হার্দিক করেন 70 রান। সঞ্জু স্যামসনও বিধ্বংসী ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন। ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় বোলিং বিভাগও সফল। বাংলার বোলার মুকেশ কুমার 3 উইকেট নেন। 4 উইকেট পান শার্দূল ঠাকুর। কুলদীপের দখলে যায় 2 উইকেট। প্রায় দশ বছর পর একদিনের ক্রিকেটে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট নেন জয়দেব উনাদকাট। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয় মাত্র 151 রানে। সবমিলিয়ে 200 রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারত ।
দ্বিতীয় এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে যে লড়াকু ক্রিকেট দেখা গিয়েছিল, এদিন তার ধারে কাছেও যেতে পারলেন না তাঁরা ৷ উল্লেখ্য, শেষবার ওয়েস্ট ইন্ডিজ টিম ইন্ডিয়াকে হারিয়েছিল 2006 সালে। তারপর থেকে ভারতীয় দল 12টি ওডিআই সিরিজে ক্যারিবিয়ানদের একটানা পরাজিত করেছে। এই সিরিজ জিতে ভারত একটানা সবচেয়ে বেশি সিরিজে কোনও দলকে হারানোর বিশ্ব রেকর্ডও গড়ল ৷ অন্যদিকে, একদিনের সিরিজের পর ভারত 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ৷ আগামিকাল থেকেই শুরু হবে এই নয়া সিরিজ ৷
আরও পড়ুন:'ভারত হারলে লোকজন এমন কথা বলেই থাকে', কপিলের সমালোচনার জবাব দিলেন জাদেজা