নয়া দিল্লি, 9 মে : বিরাট কোহলির ভারত ব্রিটেনে গিয়ে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ়ে হারানোর ক্ষমতা রাখে ৷ এমনই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ আগস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে বিরাট কোহলির দল ৷
দ্রাবিড়ের হাত ধরেই প্রথম বার থ্রি লায়নসদের দেশে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ় ঘরে তোলে ভারত ৷ এবার সেই দ্রাবিড় বলছেন এই তরুণ ভারতীয় দলের বিশ্বের সবপ্রান্তে সিরিজ় জয়ের ক্ষমতা আছে ৷ এবং তাঁরা এটা করেও দেখিয়েছে ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগে ভাগেই ইংল্যান্ড যেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল ৷ 18 জুন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত ৷ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রস্তুতির জন্য একমাসের সময় পাবেন বিরাট, অজিঙ্কারা ৷